সোমবার ০৭ অক্টোবর ২০২৪, ২২ আশ্বিন ১৪৩১, ০৩ রবিউল সানী ১৪৪৬ হিজরী

জাতীয় সংবাদ

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ২১ জন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ৪ জানুয়ারি, ২০২৩, ১১:০৭ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় আজ ৩ হাজার ৪০৪ জনের নমুনা পরীক্ষায় ২১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ৪ হাজার ১৮৯ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ৩১ জন। সংক্রমণ কমেছে দশমিক ১২ শতাংশ। মঙ্গলবার শনাক্তের হার ছিল দশমিক ৭৪ শতাংশ। আজ কমে হয়েছে দশমিক ৬২ শতাংশ।

স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৫৩ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৭ হাজার ২০৮ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪২ শতাংশ।

করোনা আক্রান্ত হয়ে আজ কেউ মারা যায়নি। এখন পর্যন্ত করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৪০ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১১২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৮ হাজার ১৪২ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৯ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৫৯ শতাংশ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন