শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

দ. কোরিয়ায় কোনো বাংলাদেশি করোনায় আক্রান্ত নন : রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশিদের সতর্ক করেছে দূতাবাস। দক্ষিণ কোরিয়ার বাংলাদেশের রাষ্ট্রদূত আবিদা ইসলাম বলেছেন, দক্ষিণ কোরিয়ায় বসবাসরত সকল বাংলাদেশি সুস্থ রয়েছেন। এ পর্যন্ত কোনো বাংলাদেশির আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। গতকাল সোমবার তিনি এক ভিডিও বার্তায় এসব কথা বলেন।
রাষ্ট্রদূত বলেন, করোনায় আতঙ্কিত হওয়া যাবে না। দূতাবাসের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক থাকার জন্য বলা হচ্ছে। কারো যদি করোনার লক্ষণ দেখা যায়, তবে স্থানীয় হাসপাতালে যোগাযোগ করবেন এবং কল সেন্টারে কল দেবেন। তিনি বলেন, করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে দক্ষিণ কোরিয়ায় সংক্রমিতদের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে।
দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশিদের উদ্দেশে রাষ্ট্রদূত বলেন, কারো ভিসা সংক্রান্ত জটিলতা থাকলে ভয় পাবেন না। আপনাদের জেলে নেয়া হবে না বা দেশেও পাঠিয়ে দেয়া হবে না। বিনামূল্যে দেশের সরকার আপনার চিকিৎসা করবে। গ্লাভস এবং মাস্ক ব্যবহার করতে হবে। সভা-সমাবেশ ও গণপরিবহন এড়িয়ে চলবেন। দূতাবাস আপনাদের পাশে আছে এবং থাকবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন