চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে ডা. শাহাদাত হোসেনকে মনোনয়ন দিয়েছে বিএনপি।
সোমবার সন্ধ্যায় দলীয় মনোনয়ন চূড়ান্ত করতে পার্লামেন্টারি বোর্ড বৈঠক থেকে এই সিদ্ধান্ত আসে। বিএনপি চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয় বলে জানান চেয়ারপার্সনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।
শাহাদাত হোসেন বর্তমানে চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।
আগামী ২৯ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম সিটি নির্বাচনে শাহাদাত হোসেন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী রেজাউল করিম চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
বিএনপির পার্লামেন্টারী বৈঠকে একই সাথে জাতীয় সংসদের বগুড়া-১ ও যশোর-৬ নির্বাচনী এলাকার উপনির্বাচনে দলীয় মনোনয়ন চূড়ান্ত করেছে দলটি।
বগুড়া-১ নির্বাচনী এলাকায় একেএম আহসানুল তৈয়ব জাকির এবং যশোর-৬ নির্বাচনী এলাকায় মো.আবুল হোসেন আজাদকে মনোনয়ন দিয়েছে বিএনপি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন