বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সেন্টমার্টিনে ডাষ্টবিন ও ভ্যানগাড়ি হস্তান্তর পরিবেশ অধিদফতরের

মুহাম্মদ ছিদ্দিকুর রহমান, টেকনাফ : | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিনে ডাষ্টবিন ও ময়লা টানার ভ্যানগাড়ি হস্তান্তর করেছে পরিবেশ অধিদফতর। ২৫ ফেব্রুয়ারি দুপুরে পরিবেশ অধিদফতরের মহাপরিচালক ড. এ কে এম রফিক আহমদ সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদকে বরাদ্দ দেয়া পরিবেশ মন্ত্রণালয়ের স্টিকারযুক্ত ডাষ্টবিন ও ময়লা টানার একটি ভ্যানগাড়ি হস্তান্তর করেন। ইউনিয়ন পরিষদের পক্ষে এসব মালামাল গ্রহণ করেন ইউপি মেম্বার হাবিব উল্লাহ হাবিব। 

সেন্টমার্টিন দ্বীপ ইউনিয়ন পরিষদের পক্ষে এসব মালামাল গ্রহণকালে হাবিবুর রহমান মেম্বার বলেন, পর্যটকের কথা বিবেচনা করে জনবল আর ভ্যানগাড়ি আরো বাড়াতে হবে, পাশাপাশি পর্যটকদের আরও সচেতন করতে হবে। স্থানীয়দের সচেতনে কাজ করতে হবে। এ ব্যাপারে সকলকে দায়িত্ববান হতে হবে। রিসোর্ট ও দোকানের সামনে নিজ দায়িত্বে ময়লা ফেলার ডাস্টবিন রাখতে হবে। তাছাড়া আগত পর্যটকদেরকেও ময়লা নির্দিষ্ট স্থানে ফেলতে উৎসাহিত করতে হবে। তবেই প্রকৃতির দান সেন্টমার্টিন দ্বীপ ভাল থাকবে’। পরিবেশ অধিদফতরের পদস্থ কর্মকর্তা, পরিবেশকর্মি, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও পুলিশ এ সময় উপস্থিত ছিলেন।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন