শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় সংবাদ

‘তিন নং হজ প্যাকেজের সাথে বিমাতাসুলভ আচরণ’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

সরকারি হজযাত্রীদের তিন নং হজ প্যাকেজের নির্দিষ্ট দূরত্ব ঘোষণা না করায় ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদ। সংগঠনের সভাপতি ড. আব্দুল্লাহ আল নাসের ও মহাসচিব আলহাজ আব্দুল বাতেন একযুক্ত বিবৃতিতে বলেন, গতকাল সোমবার মন্ত্রী পরিষদ সভায় তিনটি হজ প্যাকেজ অনুমোদন দেয়া হয়। 

এতে ১ নং ও ২ নং হজ প্যাকেজের হজযাত্রীদের মক্কা মদিনায় আবাসনের নির্দিষ্ট দূরত্ব নির্ধারণ করা হলেও ৩ নং প্যাকেজের ক্ষেত্রে বলা হয়, ১৫০০ মিটারের অধিক দূরত্বে অবস্থান করবেন। অধিক দূরত্ব বলতে সর্বোচ্চ কত মিটার হবে তা’উল্লেখ করা হয়নি। নেতৃদ্বয় বলেন, সরকার ৩ নং প্যাকেজের হজযাত্রীদের আবাসনের নির্দিষ্ট দূরত্ব নির্ধারণ না করে বিমাতাসূলভ আচরণ করেছে। তারা অবিলম্বে ৩ নং হজ প্যাকেজের হজযাত্রীদের আবাসনের নির্দিষ্ট দূরত্ব ঘোষণার জোর দাবি জানান।

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন