শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

পুকুরপাড় থেকে নবজাতক উদ্ধার

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০০ এএম

 হাতিয়ার উপজেলায় পুকুর পাড় থেকে ১৭-১৮দিন বয়সী এক ছেলে নবজাতক উদ্ধার করেছে স্থানীয় লোকজন। নবজাতকটি বর্তমানে স্থানীয় সাংবাদিক ফিরোজ উদ্দিনের হেফাজতে রয়েছে। গতকাল মঙ্গলবার দুপুর ২টার দিকে হাতিয়া পৌরসভার চরকৈলাস মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকার বিটুর বাড়ীর পুকুর পাড় থেকে নবজাতকটি উদ্ধার করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স এলাকার বিটুর বাড়ীর পুকুরে গোসল করতে এসে বাচ্চার কান্নার শব্দ শুনতে পায় এক গৃহবধূ। একটু এগিয়ে গিয়ে পুকুর পাড়ে নবজাতকটি দেখতে পেয়ে বিষয়টি স্থানীয়দের জানায়। স্থানীয় লোকজন নবজাতকটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. খাদিজা জানান, বাচ্চাটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে ভালো আছে সে। হাতিয়া থানার ওসি আবুল খায়ের জানান, অজ্ঞাত কোন ব্যক্তি গোপনে পুকুর পাড়ে নবজাতকটি রেখে গেছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন