শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঈদের ছুটি শেষে কুয়েট খুলছে কাল

প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

খুলনা ব্যুরো : ঈদের ছুটি শেষে আগামীকাল ১১ জুলাই সোমবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) খুলছে। সোমবার থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাশ, পরীক্ষা ও অফিসসমূহ নির্ধারিত সময়সূচী অনুযায়ী চলবে। উল্লেখ্য, গত ৩০ জুন বৃহস্পতিবার থেকে জুমআতুল বিদা, শব-ই-কদর ও পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে কুয়েটে ছুটি শুরু হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের ক্লাশ, পরীক্ষা ও অফিসসমূহ বন্ধ ছিল। এরআগে গত ১২ জুন থেকে ২৯ জুন পর্যন্ত কুয়েটে রমজানকালীন অবকাশ এবং ২৯ মে থেকে ১১ জুন পর্যন্ত গ্রীষ্মকালীন অবকাশ চলছিল। এ সময় বিশ্ববিদ্যালয়ের ক্লাশ ও পরীক্ষা বন্ধ থাকলেও দাপ্তরিক কার্যক্রম চালু ছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন