শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মাগুরায় প্রতিপক্ষের হামলায় আওয়ামী লীগ কর্মী নিহত

প্রকাশের সময় : ১০ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

মাগুরা জেলা সংবাদদাতা : মাগুরা জেলার শালিখা উপজেলার চটকবাড়িয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় এক আওয়ামী লীগ কর্মী নিহত হয়েছে। নিহতের নাম আব্দুল সোহেল(৪৭) সে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার নাটোপাড়া গ্রামের আব্দল গফুর মোল্লার ছেলে। শালিখা থানার ওসি জানান, শুক্রবার রাত ৮ টার দিকে সে বাড়িতে যাওয়ার পথে প্রতিপক্ষের লোকেরা তার ওপর হামলা করে মারাতœক জখম করে। এলাকার লোকেরা তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে আনলে সেখানে সে মারা যায়।
তিনি জানান, টেলিভিশন দেখা নিয়ে গোলযোগকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। এ সময় মহবাবত হোসেন (৩৫) নামে অপর একজন আহত হয়। তার অবস্থা আশংকা জনক। এলাকাবাসী জানায়, টেলিভিশন দেখা নিয়ে  বচসার এক পর্যায়ে প্রতিপক্ষের লোকেরা তাকে কুপিয়ে আহত করে। এতে সে মারা যায়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন