শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কেন্দ্র সরকারের ভূমিকার তীব্র নিন্দা রজনীকান্তের

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ১২:০১ এএম

দিল্লির সহিংসতার জন্য কেন্দ্রীয় সরকারের নিন্দা জানিয়ে এক সময়ের জনপ্রিয় নায়ক রজনীকান্ত বলেছেন, ‘কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা বিভাগের ব্যর্থতায় দিল্লিতে সংঘর্ষ হয়েছে।’ সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) প্রসঙ্গে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। রজনীকান্ত বলেন, ‘অবশ্যই এটা গোয়েন্দা ব্যর্থতা। প্রথম থেকেই এই ধরণের সংঘর্ষ শক্ত হাতে দমন করতে হতো। কেন্দ্রীয় গোয়েন্দারা সেই কাজে ব্যর্থ হয়েছে। আমি কেন্দ্রের সরকারের ভ‚মিকার তীব্র নিন্দা করছি। গোয়েন্দা ব্যর্থতা মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়বদ্ধতা।’ ভারতের নাগরিকত্ব সংশোধন আইনের সমর্থনে তার সা¤প্রতিক মন্তব্য সম্পর্কে তিনি বলেছিলেন যে তিনি বিজেপির মুখপত্র নন। স¤প্রতি এই নায়ক সিএএ-এর পক্ষে সমর্থন দেন। তিনি বলেন, ‘সিএএতে কেউ ক্ষতিগ্রস্ত হলে সবার আগে আমি তার পাশে গিয়ে দাঁড়াব। কিন্তু কেউ কেউ এটা প্রচার করার চেষ্টা করছেন আমি বিজেপির মুখপত্রের মতো কথা বলছি। এটা শুনে আমি খুব মর্মাহত। আমি শুধু সত্যিটাই বলেছি।’ এই আইন বিলোপের কোনও সম্ভাবনা নেই বলে দাবি করেন রজনীকান্ত। সংশোধিত নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে দিল্লিতে ২৭ জন প্রাণ হারিয়েছে। আহত হয়েছে ২শ’ জনেরও বেশি লোক। এনডিটিভি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন