করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোহাম্মদ আলী রমজানি দস্তক নামে ইরানের একজন সংসদ সদস্য (এমপি) মারা গেছেন। শনিবার দেশটির সরকারি একটি সংবাদসংস্থার বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্ট ওই এমপির প্রাণহানির খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, দেশটিতে দ্রুত গতিতে এই ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা বৃদ্ধির সঙ্গে প্রাণহানিও বাড়ছে। শনিবার পর্যন্ত ইরানে অন্তত ৪৩ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরানিয়ান স্টুডেন্ট নিউজ অ্যাজেন্সির (আইএসএনএ) বরাত দিয়ে ইন্ডিপেনডেন্ট বলছে, গত ২১ ফেব্রুয়ারি দেশটির নির্বাচনে আসতানা আশরাফি এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মোহাম্মদ আলী রমজানি দস্তক। ইরাক-ইরান যুদ্ধের সময় রাসায়নিক হামলায় আহত এই এমপি ইনফ্লুয়েঞ্জার লক্ষণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। শুক্রবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মন্তব্য করুন