শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

‘বিদ্যুতের দাম বাড়ালে ক্ষমতায় থাকা যাবে না’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মার্চ, ২০২০, ১২:০১ এএম

নাগরিক ঐক্যের আহবায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, কোনভাবেই গ্যাস ও বিদ্যুতের দাম বৃদ্ধি করা যাবে না। যদি এগুলো করেন, তাহলে ক্ষমতায় থাকা যাবে না। এমনিতেই আপনাদের ক্ষমতায় থাকার কোন অধিকার নাই। কারণ আপনারা তো ভোটে আসেননি, ভোট ডাকাতি করে এসেছেন। এখন যদি মনে করেন জোর করে ক্ষমতায় থাকবেন, তাহলে জনগণ বলতে বাধ্য আমরা তোমাদের চাই না।

গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে নাগরিক ঐক্য আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন।
সাবেক ডাকসু ভিপি মান্না আরও বলেন, এখন পর্যন্ত আমরা সরকারের কাছে আমাদের দাবি আমরা যত অন্যায় অত্যাচারের কথা বলেছি। মানুষের জীবনের দুর্বিষহতার কথা বলেছি, আমরা আমাদের ভোটের অধিকারের কথা বলেছি- এগুলো মানতে হবে। এগুলো না মানা হলে জনগণকে আরও বৃহত্তর আন্দোলনের জন্য প্রস্তুত হওয়ার আহবান জানাচ্ছি।

তিনি বলেন, ভোট ডাকাতি করে এ সরকার ক্ষমতায় বসেছে। তাই জনগণের দু:খ-কষ্টের কথা এ সরকার ভাবে না। এ সরকার নিজেদের আগের গোছানোতে ব্যস্ত। তারা ব্যাংক-বিমা সব লুটপাট করে খাচ্ছে। তাদের নেতাদের ঘরে বস্তার বস্তা টাকা। কত কত সম্রাট আর পাপিয়ার মতো সম্রাজ্ঞী। সময় এসেছে জনগণ এবার সব কিছুর হিসাব নেবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন