শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

বছরের প্রথম পরীক্ষায় ২ ক্ষেপণাস্ত্র উ.কোরিয়ার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ মার্চ, ২০২০, ১২:০১ এএম

উত্তর কোরিয়া দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে বলে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে। চলতি বছর এটিই উত্তর কোরিয়ার প্রথম প্রকাশ্য অস্ত্র পরীক্ষা বলে জানিয়েছে বিবিসি। উত্তর কোরিয়ার প‚র্ব উপক‚ল থেকে জাপান সাগরের দিকে ছোড়া ক্ষেপণাস্ত্র দুটি সম্পর্কে তেমন কিছু জানা যায়নি। ১৮ মাস বন্ধ থাকার পর গত মে-তে প্রথম ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছিল উত্তর কোরিয়া। তারপর থেকে ওই বছর বেশ কয়েকবার একই ধরনের পরীক্ষা চালায় তারা। সাধারণত বসন্তকালে ক্ষেপণাস্ত্র পরীক্ষা জোরদার করে উত্তর কোরিয়া। নিকট ইতিহাস এমন সাক্ষ্য দিচ্ছে বলে জানিয়েছে বিবিসি। এক বিবৃতিতে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বলেছে, “আরও কোনো ক্ষেপণাস্ত্র ছোড়া হয় কিনা তার ওপর নজর রাখছে সামরিক বাহিনী এবং যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছে।” করোনাভাইরাস নিয়ে সৃষ্ট উদ্বেগে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক যৌথ সামরিক মহড়া স্থগিতের ঘোষণা আসার কয়েক দিনের মধ্যে এ ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। রয়টার্স।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন