স্টাফ রিপোর্টার : রাজধানীর কমলাপুর রেলস্টেশন গতকাল রোববার সন্ধ্যায় বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করা হয়েছে। প্রথমে এটিকে বোমা মনে করে স্টেশন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্টেশনের নারায়ণগঞ্জগামী ট্রেনের প্ল্যাটফর্মের পাশে সেটি পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। এসময় গোটা স্টেশনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপত্তার জন্য যাত্রীসহ সকলকে স্টেশন থেকে বের করে দিয়ে পুলিশ বোমাটি নিস্ক্রিয় করে ফেলে।
কয়েকজন যাত্রী জানান, বিকেলে সোয়া ৬টার দিকে নারায়ণগঞ্জগামী প্ল্যাটফর্মের পাশে স্কচটেপ মোড়ানো অবস্থায় বোমা সদৃশ বস্তুটি পড়ে থাকতে দেখা যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানের যাত্রীদের বের করে দেন। বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। পরে পুলিশের বোমা বিশেষজ্ঞরা তা নিস্ক্রিয় করেন। এ ব্যাপারে জানতে চাইলে কমলাপুর জিআরপি থানার ওসি আব্দুল মজিদ বলেন, একটি বোমা সাদৃশ্য বস্তু পাওয়া গিয়েছিল, সেটি নিস্ক্রিয় করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন