শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

পিস টিভির বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করুন -প্রফেসর মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : স¤প্রতি ঢাকায় সংঘটিত সন্ত্রাসী হামলার ঘটনাকে কেন্দ্র করে ভারতের প্রখ্যাত ইসলামী বক্তা ডা: জাকির নায়েক পরিচালিত ‘পিস টিভি’র স¤প্রচার বাতিল করার নিন্দা জানিয়েছেন ‘আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ’-এর আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব। এক বিবৃতিতে তিনি বলেন, ডা: জাকির নায়েক বর্তমান যুগে ইসলামের বিশুদ্ধ দাওয়াত প্রচার ও প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এতে কিছু মহল শঙ্কিত কিংবা ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে পূর্ব থেকেই অপপ্রচার চালিয়ে আসছে। অতিস¤প্রতি একশ্রেণীর মিডিয়া তার খÐিত বক্তব্যকে উদ্দেশ্যমূলকভাবে ব্যবহার করে তাকে ‘জঙ্গিবাদে উদ্বুদ্ধকারী’ হিসেবে চিত্রিত করার ন্যক্কারজনক প্রয়াস চালিয়েছে। যার প্রেক্ষিতে সরকার কোনো প্রকার তদন্ত ছাড়াই অন্যায়ভাবে এর স¤প্রচার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। অথচ সচেতন ব্যক্তিমাত্রই জানেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমরা সরকারের এই অন্যায় পদক্ষেপের তীব্র নিন্দা জানাচ্ছি এবং অবিলম্বে সিদ্ধান্ত পরিবর্তনের আহŸান জানাচ্ছি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন