নগরীর নন্দনকাননে মুজিববর্ষ উদযাপনের নামে চাঁদা দাবির অভিযোগে তিনজনকে পাকড়াও করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো-শেখ রিয়াজ আহম্মেদ প্রকাশ রাজু (৪০), শাহজাহান (৪৫), বাটুল বড়ুয়া প্রকাশ ডানো (৩৮)।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, শুক্রবার অভিযান চালিয়ে তিনজন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে। যুবলীগ নেতা হেলাল আকবর চৌধুরীর নামে চাঁদাবাজরা নন্দনকানন সানমার বিল্ডিং সংলগ্ন থ্রিএ হোম স্কেচ প্রতিষ্ঠানে গিয়ে গত ২ মার্চ স্থপতি প্রণত মিত্র চৌধুরীর কাছে মুজিববর্ষ উদযাপনের জন্য ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রতিষ্ঠান বন্ধ করে দেয়ার হুমকি দেয়।
এরপর শুক্রবার বিকাল ৪টার দিকে পুনরায় অফিসে গিয়ে প্রতিষ্ঠান মালিককে খোঁজাখুঁজি করে চাঁদার টাকা পরিশোধের তাগিদ দেয়। এসময় কৌশলে টহল পুলিশকে খবর দেয়া হলে ঘটনাস্থল থেকে ২ জনকে ও পরে আরেকজনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থ্রিএ হোম স্কেচের অফিস সহকারী মধুসূদন দাশ কোতোয়ালী থানায় মামলা করেছেন।
শনিবার তিন চাঁদাবাজকে কারাগারে পাঠানো হয়েছে এবং পলাতক আসামি লিটন ও চান্দু প্রকাশ রনিকে গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন