সোমবার, ০৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১, ২৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সাতক্ষীরায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদকব্যবসায়ী গুলিবিদ্ধ

প্রকাশের সময় : ১১ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরা শহরের রসুলপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে জাহাঙ্গীর আলম (২০) নামে এক মাদকব্যবসায়ী গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ ১৪৫ পিস ইয়াবা ও ০২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

রোববার (১০ জুলাই) দিবাগত রাত সোয়া ১টার দিকে রসুলপুর হাজীরবেড় এলাকার গফুর সরদারের আম বাগানে পুলি এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। গুলিবিদ্ধ মাদকব্যবসায়ী সাতক্ষীরা শহরের রসুলপুর মধুমোল্লার ডাঙ্গি গ্রামের মফিজুল ইসলাম সরদারের ছেলে।

সাতক্ষীরা জেলা পুলিশের তথ্য কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেন জানান, রাত সোয়া ১টার দিকে রসুলপুর হাজীরবেড় এলাকার গফুর সরদারের আম বাগানে অবৈধ মাদকদ্রব্য বেচা-কেনার গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই রাকিব হোসেন ও এএসআই দেলোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সময় সেখানে অভিযান চালায়। এ সময় মাদকব্যবসায়ীরা সংঘবদ্ধ হয়ে পুলিশের উপর অতর্কিতভাবে আক্রমণ করেন এবং পরপর কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটান। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এতে জাহাঙ্গীর আলম নামে একজন গুলিবিদ্ধ হন। ঘটনাস্থল থেকে ১৪৫ পিস ইয়াবা ও ০২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

গুলিবিদ্ধ মাদকব্যবসায়ীকে পুলিশ প্রহরায় সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।  



 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন