শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আইটি এন্ড টেলিকম

আইএসের বিরুদ্ধে কঠোর ফেসবুক

প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

ভয়ংকর জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের নাম-নিশানা মুছে দিতে অনড় অবস্থান নিয়েছে সামাজিক যোগাযোগের জনপ্রিয় ওয়েবসাইট ফেসবুক। জঙ্গিগোষ্ঠীটি আইসিস বা আইএস নামে পরিচিত। সম্প্রতি আইসিস নামযুক্ত এক নারীর কাছে তাঁর পরিচয় নিশ্চিত করার জন্য প্রমাণ (আইডি) চায় ফেসবুক কর্তৃপক্ষ। যুক্তরাজ্যের ব্রিস্টলের ওই নারী এত দিন ফেসবুকে আইসিস ওরসেস্টার নামে ছিলেন। গত ২৭ জুন তিনি নাম তাঁর পরিবর্তন করে আইসিস থমাস করার জন্য ফেসবুকে অনুরোধ পাঠান। এরপর ফেসবুক কর্তৃপক্ষ ওই নারীর কাছে এক বার্তা পাঠিয়ে বলেছে, আইসিস নাম ফেসবুকে চলবে না। এটা নীতিমালার সঙ্গে যায় না। এর আগেও আইসিস বা আইএস নাম দিয়ে যাঁরা অ্যাকাউন্ট খুলেছেন, পরবর্তী সময়ে তা বন্ধ করে দিয়েছে ফেসবুক।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন