চীনভিত্তিক স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান লেনোভো ফ্যাব টু প্রো নামে দারুন একটি স্মার্টফোন বাজারে উন্মুক্ত করতে যাচ্ছে। ফোনটির সবচেয়ে বড় বিশেষত্ব হলো এতে উন্নত ছবি পাওয়ার জন্য চারটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। যা ব্যবহারকারীদের ছবি তোলার ক্ষেত্রে দুর্দান্ত অভিজ্ঞতা দেবে বলে জানিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান। তবে মোবাইলটিতে ব্র্যান্ড হিসেবে লেনোভোর নাম থাকলেও এই স্মার্টফোনটি গুগলের সঙ্গে যৌথভাবে বাজারে উন্মোচন করা হয়েছে। সম্প্রতি সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত লেনোভো টেক ওয়ার্ল্ড ২০১৬ মেগা ইভেন্টে প্রতিষ্ঠানটির সিইও উন্মোচন করেন এই স্মার্টফোন। চলতি বছরের সেপ্টেম্বর থেকে বাজারে ফোনটির বিক্রি করা শুরু হবে বলেও ওই মেগা ইভেন্টে জানানো হয়েছে। মূলত প্রোজেক্ট ট্যাঙ্গোর আওতায় গুগল ও লেনোভো তৈরি করেছে স্মার্টফোনটি। ৪টি ক্যামেরা, যাতে পিছনে থাকবে ১৬ মেগাপিক্সেল ও সামনে থাকবে ৮ মেগাপিক্সেল।
স শিবলু
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন