বাংলাদেশের প্রতিটি জেলার প্রতিটি ইউনিয়ন থেকে এক হাজার করে লোক বিদেশ পাঠানোর ঘোষনা দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা সরকার। এছাড়াও প্রধানমন্ত্রী দেশে প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান গড়ে তুলতে বদ্ধপরিকর। মঙ্গলবার (১০ মার্চ) কোম্পানীগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক সিলেট অডিটোরিয়ামে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে ‘প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সুযোগ তৈরির ক্ষেত্রে বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ভূমিকা’ শীর্ষক সেমিনারে এমন তথ্য তুলে ধরেন মন্ত্রী ইমরান আহমদ।
সকাল ১২টায় অনুষ্ঠিত এ সেমিনারে সভাপতিত্ব করেন তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন, উন্নতবিশ্বের ন্যায় ভবিষ্যতে আইটিশিল্পই হবে বাংলাদেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। সেই বিষয়টি বিবেচনা করে ও গুরুত্ব দিয়ে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক প্রতিষ্ঠার উদ্যোগ নেয়া হয়েছে। একই সাথে শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের আওতায় সিলেটের তরুণ-তরুণীদের আইটি প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদে পরিণত করা হবে। প্রধান অতিথি আরও বলেন, সিলেটের হাই-টেক পার্কে স্থানীয়সহ দেশ-বিদেশের আইটি উদ্যোক্তা এবং বিনিয়োগকারীরা বিনিয়োগের মাধ্যমে কমংসংস্থান সৃষ্টি করবেন। সেমিনারে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান এনডিসি, সিলেট জেলা প্রশাসক কাজী এমদাদুল ইসলাম, বাংলাদেশ হাই-টেক পার্কের ব্যবস্থাপনা পরিচালক (সচিব) হোসনে আরা বেগম, শাবিপ্রবি'র উপচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, বাংলাদেশ হাই-টেক পার্কের পরিচালক (যুগ্মসচিব) এ.এন.এম. সফিকুল ইসলাম, শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার স্থাপন প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) মোস্তফা কামাল, বঙ্গবন্ধু শেখ মুজিব হাই-টেক পার্ক সিলেট'র প্রকল্প পরিচালক ব্যরিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া, বেসিস'র সভাপতি সৈয়দ আলমাস কবির, ক্যাব'র সভাপতি শমী কায়সার, বিসিএস'র সভাপতি শাহিদুল ইসলাম মুনির, বাক্কো'র সাধারণ সম্পাদক তৌহিদ হোসাইন, আইএসপিএবি'র সভাপতি এম.এ হাকিম প্রমুখ।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন