শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

স্বপ্ন পূরণ হলো না সু চি’র

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২০, ১২:০২ এএম

মিয়ানমারের কার্যত নেতা অং সান সু চি’র আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হওয়ার পথে বাধা হয়ে থাকা সংবিধানের ধারাটি পরিবর্তনের বিরুদ্ধে ভোট দিয়েছে মিয়ানমারের পার্লামেন্ট। ফলে সু চি’র প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন আর প‚রণ হলো না। বুধবার এই ভোটাভুটি অনুষ্ঠিত হয়। তবে সংশোধনী প্রস্তাবের উপর ভোটের ফলাফলও প্রত্যাশিত ছিলো। কারণ সেনাবাহিনী এই পরিবর্তনের বিরোধিতা করে আসছে। আর সেনাবাহিনীর দ্বারাই বর্তমান সংবিধান প্রণীত। সংবিধানে কোন ধরনের পরিবর্তনের বিরোধিতা করার মতো পর্যাপ্ত আসন সেনাবাহিনীর কর্তত্বে রয়েছে। সু চি’র ন্যাশনাল লিগ ফর ডেমক্রেসি (এনএলডি) সংবিধানের বেশ কিছু ধারা সংশোধনের প্রস্তাব করে। এর বেশিরভাগ সেনা-সমর্থিত এমপি’রা আটকে দেবে বলে মনে করা হচ্ছে। প্রস্তাবগুলোর উপর ধারাবাহিকভাবে ভোটাভুটি অনুষ্ঠিত হচ্ছে যা ২০ এপ্রিল পর্যন্ত চলবে। এর আগে মঙ্গলবার মিয়ানমারের ২০০৮ সালের সংবিধানে সেনাবাহিনীকে যে রাজনৈতিক ক্ষমতা দেয়া হয় তা খর্ব করার জন্য ভোটাভুটি হয়। তাতেও হেরে গেছে এনএলডি। প্রস্তাবটি প্রয়োজনীয় ৭৫ শতাংশ এমপি’র সমর্থন পেতে ব্যর্থ হয়। ২০২০ সালের নির্বাচনের পর থেকে পার্লামেন্টে সেনাবাহিনীর সংরক্ষিত আসনসংখ্যা ক্রমান্বয়ে ২৫ শতাংশ থেকে ১৫ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব দিয়েছিলো এনএলডি। এর মধ্যে ২০২৫ সালের পর ১০ শতাংশ ও ২০৩০ সালের পর ৫ শতাংশ কমানোর প্রস্তাব করা হয়। প্রস্তাবটি ৪০৪ ভোট পায়, যা ৬২ শাতংশের কম। সংবিধান সংশোধনের জন্য অন্তত ৭৫ শতাংশ এমপি’র সমর্থন প্রয়োজন। এসএএম,এপি।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (4)
Abdul Alim Abdul Alim ১৩ মার্চ, ২০২০, ১:১৭ এএম says : 0
ওর বিচার করবে আল্লাহু, অনেক খারাপ
Total Reply(0)
মোহাম্মদ মোশাররফ ১৩ মার্চ, ২০২০, ১:২১ এএম says : 0
বিশ্ব খুনির স্বপ্ন পূরণ হলে তো বাকি রোহিঙ্গা যা ছিল সব শেষ করে দিতো।
Total Reply(0)
জাহিদ খান ১৩ মার্চ, ২০২০, ১:২২ এএম says : 0
শয়তান মহিলা। এর মতো ভয়ানক ও সন্ত্রাসী নারী মানুষ বর্তমান সময়ে আর নেই।
Total Reply(0)
তোফাজ্জল হোসেন ১৩ মার্চ, ২০২০, ১:২২ এএম says : 0
এই জঘণ্য খুনির চেহারা দেখলেই মেজাজ গরম হয়ে যায়।
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন