শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে ব্রিটেন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ মার্চ, ২০২০, ১২:০২ এএম

আফগানিস্তানে সামরিক আগ্রাসন চালানোর প্রায় দুই দশক পর ব্রিটিশ সরকার শেষ পর্যন্ত দেশটি থেকে পুরোপুরি সরে যাওয়ার পরিকল্পনা করেছে। স¤প্রতি তালেবানের সঙ্গে আমেরিকার স্বাক্ষরিত শান্তি চুক্তির পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নিতে যাচ্ছে লন্ডন। টাইমস পত্রিকা জানিয়েছে, তালেবান-মার্কিন চুক্তি অনুযায়ী, আগামী জুলাই মাসের মাঝামাঝি কয়েকশ’ ব্রিটিশ সেনাকে আফগানিস্তান থেকে প্রত্যাহার নেয়া হবে। প্রথম পর্যায়ে আগামী গ্রীষ্মের শেষ নাগাদ মোট ৩৩০ ব্রিটিশ সেনা আফগানিস্তান ত্যাগ করবে। বর্তমানে আফগানিস্তানে ১,১০০ ব্রিটিশ সেনা মোতায়েন রয়েছে এবং এদের বেশিরভাগ রাজধানী কাবুল ও এর আশপাশে অবস্থান করছে। দ্বিতীয় পর্যায়ে ব্রিটিশ সরকার বাকি সেনা সরিয়ে নেবে কিনা তা নির্ভর করছে তালেবান-মার্কিন শান্তি চুক্তি কতখানি বাস্তবায়ন হচ্ছে তার ওপর। টাইমস।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন