স্টাফ রিপোর্টার : ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে, দূতাবাসে কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যদের তাদের দেশে পাঠিয়ে দিতে পারবে।
এটা তাদের ইচ্ছার ওপর নির্ভর করে। কিন্তু মার্কিন দূতাবাস খোলা থাকবে এবং কার্যক্রম চলবে।
ঢাকায় আমেরিকান ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ স্টিভ হেরেরা জানান, যুক্তরাষ্ট্রের দূতাবাস জানিয়েছে, দূতাবাসের কোনো কোনো লোকজন চলে যেতে পারে বা ঢাকায় থাকতে পারে তবে মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের এখানে কাজ করে যেতে হবে। তিনি বলেন, আমি ঢাকায় ভ্রমণে যাচ্ছি। সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন