শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

মনির সভাপতি গ্যালমান সম্পাদক ঢাকাস্থ নরসিংদী সাংবাদিক সমিতি গঠিত

প্রকাশের সময় : ১২ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকায় কর্মরত নরসিংদী জেলার সাংবাদিকদের নিয়ে ঢাকাস্থ নরসিংদী সাংবাদিক সমিতি গঠন করা হয়েছে। একাত্তর টেলিভিশনের অ্যাসাইনমেন্ট এডিটর মনির হোসেন লিটনকে সভাপতি ও বাংলা ভিশনের গ্যালমান শফিকে সাধারণ সম্পাদক করে সমিতির ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। সেই সাথে ৭ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। উপদেষ্টাগণ হলেন, নিউজ টুডে’র সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ, আলোকিত বাংলাদেশের সাবেক প্রধান সম্পাদক শাহজাহান সরদার, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা, জাতীয় প্রেসক্লাবের কোষাধ্যক্ষ কার্তিক চ্যাটার্জি, বাংলা ভিশনের অ্যাডভাইজার (এনসিএ) আব্দুল হাই সিদ্দিকী, বাংলাদেশ সংবাদ সংস্থার বিশেষ সংবাদদাতা শাহরিয়ার শহীদ বাবু, সমকালের নগর সম্পাদক শাহেদ চৌধুরী।
সোমবার (১১ জুলাই ২০১৬) জাতীয় প্রেসক্লাবে বৈঠকের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মনিরুল ইসলাম (দেশ নিউজ ২৪ ডটকম), যুগ্ম সম্পাদক মিয়া হোসেন (সংগ্রাম), অর্থ সম্পাদক নাসরিন গীতি (বাংলা ভিশন), সাংগঠনিক সম্পাদক মাহমুদ হাসান (দিগন্ত টিভি), অফিস ও প্রচার সম্পাদক উৎপল দাস (সরাসরি), কার্যনির্বাহী সদস্য ফরিদা ইয়াসমীন (ইত্তেফাক), আব্দুর রহিম (ইনকিলাব), আমিনুল ইসলাম শাহীন (যায়যায় দিন) ও মাইনুল হক ভূঁইয়া (আমাদের আলোকিত সময়)।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন