বোদা (পঞ্চগড়) উপজেলা সংবাদদাতা : পঞ্চগড়ের বোদা পৌর শহরের ভাসাইনগর ও দাড়িপাড়ায় বিদ্যুতায়নের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়েছে। গতকাল (সোমবার) পঞ্চগড়-২ আসনের সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. নুরুল ইসলাম সুজন প্রধান অতিথি হিসেবে বিদ্যুতায়নের শুভ উদ্বোধন ঘোষণা করেন। পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল কাদের আবুল খানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ফজলে বারী সুজা। এ সময় উপজেলা ও পৌর আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এতে প্রায় শতাধিক পরিবারে বিদ্যুতায়নের নতুন সংযোগের প্রদান করা হয়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন