শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

এনআরসি, এনআরপি বিরোধী প্রস্তাব পাস দিল্লি বিধানসভায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০২০, ১২:০১ এএম

জাতীয় জনসংখ্যা পঞ্জি (এনপিআর), ও জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) প্রত্যাহারের জন্য কেন্দ্রকে অনুরোধ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি বিধানসভায় শনিবার অনুমোদিত হয়েছে এনপিআর ও এনআরসি বিরোধী প্রস্তাব। শুধু তাই নয়, দিল্লির মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রীদের তাঁদের সরকার থেকে দেওয়া বার্থ সার্টিফিকেট দেখানোর চ্যালেঞ্জও ছুঁড়ে দিয়েছেন। জাতীয় রাজধানীতে করোনাভাইরাস সংক্রান্ত পরিস্থিতি ও এনআরসি-এনপিআর ইস্যুতে দিল্লি সরকার বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন ডেকেছিল। কেজরিওয়াল বলেছেন, আমি, আমার স্ত্রী, আমার মন্ত্রিসভার সবারই নাগরিকত্ব প্রমাণের জন্য বার্থ সার্টিফিকেট নেই। আমাদের কী ডিটেনশন কেন্দ্রে পাঠানো হবে? বিধানসভায় যে বিধায়করা রয়েছেন, তাঁদের মধ্যে কারুর বার্থ সার্টিফিকেট থাকলে হাত তুলে জানাতে বলেন মুখ্যমন্ত্রী। কিন্তু ৭০ সদস্যের বিধানসভায় একজন বিধায়কও হাত তোলেননি। এরপর কেজরিওয়াল বলেন, এই সভায় ৬৯ জন সদস্যেই বার্থ সার্টিফিকেট নেই। তাঁদেরকে কি ডিটেনশন কেন্দ্রে পাঠানো হবে? কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার বলেছিলেন যে, এনপিআরের জন্য কোনও নথিই দেখাতে হবে না। যে তথ্য রয়েছে, সেই তথ্যই দিলেই হবে। অন্য প্রশ্নের উত্তর না দিলেও চলবে। শাহর এই বক্তব্যের একদিন পরই দিল্লি বিধানসভায় এনপিআর-এনআরসি বিরোধী প্রস্তাব অনুমোদিত হল। দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাই বিধানসভায় এই প্রস্তাব পেশ করেন এবং তিনি বলেন, যদি এনপিআর রূপায়ণ হয়, তাহলে তা ২০১০-র প্রক্রিয়া মেনেই করা দরকার। এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন