উত্তর : ব্যাংকিং বা ব্যবসায়িক লেনদেন ষোলআনাই সুদী ব্যবসা নয়। অনেক লেনদেনে সুদ থাকে। তাই, সাধারণ চাকরী হিসাবে আপনি তা করতে পারেন। নির্দিষ্ট সুদী কারবারে প্রত্যক্ষভাবে জড়িত হওয়া যাবে না। আপনি পেশাজীবী হিসাবে এই সার্ভিসের বিনিময়ে উপার্জন করতে পারেন। এরপরও গুনাহের সংশ্লেষ আছে বলে সবসময় আল্লাহর কাছে ইস্তেগফার করতে থাকবেন। সুদ নেওয়া বা দেওয়ার আবেদনপত্র কম্পোজ করবেন না। সাধারণ কাজের কম্পোজ করবেন। এতে যদি সুদের মিশ্রণ থাকেও অপারগতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। যেমন বিদ্যুৎ পানি ও গ্যাসের বিলে দেরীতে পে করার জন্য সুদ মিশ্রিত হয়। এসবের লেখালেখিতে যুক্ত হওয়া প্রত্যক্ষ সুদী কারবারে যুক্ত হওয়ার মতো নয়। আল্লাহ অপারগ অবস্থায় তার বান্দাদের কৃত গুনাহ তওবার দ্বারা মাফ করতে পারেন।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন