শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জার্মানি ভারত মহাসাগরে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ১২:০২ এএম

জার্মান নৌবাহিনী আগামী জুনে তার স্যাক্সনি-ক্লাস এয়ার ফিফেন্স ফ্রিগেট হামবুর্গ ভারত মহাসাগরে পাঠানোর পরিকল্পনা করেছে। এটি কয়েকটি বন্দর সফর ও ফরাসী দ্বীপ রিইউনিয়নে নেবাল পোউও-তে অংশ নেবে। বড় আকারের জনসমাবেশকে পোউও বলা হয়। মে মাসে হামবুর্গ তার যাত্রা শুরু করবে। তার আগে এটি নরওয়ে উপক‚লে ইন্টারসেপ্টর টেস্ট ফায়ারিংয়ের অংশ নেবে। ভারত মহাসাগরে প্রায় পাঁচ মাস অবস্থান করবে হামবুর্গ। দীর্ঘ এই সফরকালে প্রশিক্ষণ মিশনের সূচিও তৈরি করা হয়েছে। জুনের শেষ দিকে এটি রিইউনিয়নে ইন্ডিয়ান ওশান নেভাল সিম্পোজিয়ামে অংশ নেবে। এরপর বেশ কয়েকটি বন্দর সফর ও মহড়া শেষে পৌছাবে অস্ট্রেলিয়ায়। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশ থেকে অনেক দ‚রে নতুন জলসীমায় জার্মান প্রতিরক্ষা বাহিনীর নেতারা কেমন পারদর্শিতা দেখান তা যাচাইয়ের জন্য হামবুর্গকে মোতায়েন করা হচ্ছে। ডিফেন্স নিউজ, এসএএম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন