শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

কারাগারে পাঠানো হলো আজহারের মৃত্যু পরোয়ানা

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ১২:০১ এএম

একাত্তরে মানবতাবিরোধী অপরাধ মামলায় জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মৃত্যু পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল সোমবার লাল কাপড় মোড়ানো পরোয়ানা কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাইব্যুনালের রেজিস্ট্রার সাঈদ আহমেদ। তিনি জানান, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায়ের কপি রোববার বিকেলে ট্রাইব্যুনালে আসে। গতকাল সোমবার সকল আনুষ্ঠানিকতার পর সোয়া ৪টার দিকে মৃত্যু পরোয়ানা কেরানীগঞ্জস্থ ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠিযে দেয়া হয়েছে। এটিএম আজহারুল ইসলাম এখন ওই কারাগারেই রয়েছেন।
রেজিস্ট্রার জানান, কারাগার ছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় এবং ঢাকা জেলা প্রশাসককে মৃত্যু পরোয়ানার আদেশের কপি পাঠানো হয়েছে বলেও তিনি জানান। ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের ব্যক্তিগত সহকারী জহিরুল ইসলাম জাহিদ ও অফিস সহায়ক তাপস চন্দ্র রায় লাল কাপড়ে মুড়িয়ে মৃত্যু পরোয়ানা বহন করে নিয়ে যান। গত রোববার জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামের মৃত্যুদন্ডাদেশ বহাল রেখে আপিল বিভাগের দেয়া ২৪৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়।
রায় প্রকাশের পর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, রায় প্রকাশ হওয়ার ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করা না হলে ফাঁসি কার্যকরের আইনগত প্রক্রিয়া শুরু হবে।
অন্যদিকে এ টি এম আজহারুল ইসলামের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, আমরা এখন আনুষ্ঠানিকভাবে রায়ের কপি পাইনি। রায়ের কপি পেলে রিভিউ করব। মানবতাবিরোধী অপরাধে জামায়াত নেতা এ টি এম আজহারুল ইসলামকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেয়া মৃত্যুদন্ডাদেশ বহাল রাখেন আপিল বিভাগ। গত ৩১ অক্টোবর রায় ঘোষণা করেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বিভাগীয় বেঞ্চ। এটিএম আজহারুল ইসলামের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন। সরকারপক্ষে শুনানিতে অংশ নেন এটর্নি জেনারেল মাহবুবে আলম। ২০১৪ সালের ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মৃত্যুদন্ড দেয় এটিএম আজহারকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন