রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

করোনা নিয়ে সরকারের পদক্ষেপ অপ্রতুল : লিফলেট বিতরণকালে রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ মার্চ, ২০২০, ১২:০০ এএম

ক্ষমতাসীন সরকার করোনাভাইরাস প্রতিরোধে নয় বিরোধী মত দমনে ব্যস্ত বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, করোনাভাইরাস মোকাবিলায় সরকারের পদক্ষেপ অপ্রতুল। তারা শুধু লিপ-সার্ভিস দিচ্ছে। গতকাল সোমবার করোনাভাইরাসে প্রতিরোধে দলীয় লিফলেট বিতরণকালে সাংবাদিকদের কাছে এই অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, করোনাভাইরাসের মতো একটি বিশ^ব্যাপী মহামারী এটা প্রতিরোধে আমরা সরকারের সেরকম উদ্যোগ দেখছি না। করোনা নিয়ে সরকারের পদক্ষেপ একেবারেই অপ্রতুল এবং এটা তারা লিপ-সার্ভিস দিচ্ছে, এটা কোনো ব্যবস্থা নয়, এটা সোশ্যাল সার্ভিস নয়। সকাল ১১টার দিকে কৃষক দলের নেতা-কর্মীদের নিয়ে মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে করোনাভাইরাস মোকাবিলায় করণীয় বিষয়ক বিএনপির লিফলেট বিতরণ শুরু করেন রুহুল কবির রিজভী

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন