শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহানগর

রাজশাহীতে ওভারব্রীজে ছিনতাইয়ের চেষ্টা

প্রকাশের সময় : ২ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : নগরীর সাহেব বাজর ওভার ব্রীজের উপর দিনে-দুপুরে ব্যবসায়ীর ওপর হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের সময় কৌশিক আহম্মেদ (২৬) নামে যুবককে আটক করে পুলিশে সোর্পদ করা হয়েছে। সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর সাহেব বাজার ওভার ব্রিজের ওপর এ ঘটনা ঘটে। এ ঘটনায় হামলার শিকার ব্যবসায়ী আমানুল্লাহ মাসুদ জানান, দুপুরে সোনালী ব্যাংক করপোরেট শাখা থেকে ৬০ হাজার টাকা উত্তোলন করে ওভার ব্রিজ দিয়ে সাহেব বাজারে আসছিলেন। ওভার ব্রিজে ওঠার পর পেছন থেকে তার মাথায় রডের আঘাত করে টাকা ছিনতাইয়ের চেষ্টা করে। এতে কোনরকমে তিনি নিজেকে সামলিয়ে উঠে দাঁড়ায়। এসময় ছিনতাইকারী পালিয়ে যায়। ওই ব্যবসায়ী তার পিছু নিয়ে মহানগরীর সাহেব বাজার বড় মসজিদের কাছে এসে লোহার রডসহ ওই যুবককে ধরে ফেলে। পরে তাকে পুলিশে সোর্পদ করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন