বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

খাগড়াছড়িতে ১০ মামলার আসামি মিঠুন চাকমা গ্রেফতার

প্রকাশের সময় : ১৩ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা : ২০১৩ সালের ১১ই নভেম্বর ঐতিহাসিক খাগড়াছড়ি স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সমাবেশে যোগদান করতে জেলার বিভিন্ন উপজেলা থেকে আসার পথে নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা-অগ্নিসংযোগ, গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ এবং সরকারি কাজে বাধা দেয়া ও বিভিন্ন সময়ে নাশকতার ১০ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মিঠুন চাকমাকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রইছ উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে জেলা সদরের অপর্ণা চৌধুরী পাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক মিঠুন চাকমা পার্বত্য শান্তিচুক্তি বিরোধী অনিবন্ধিত আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)’র অন্যতম সংগঠক এবং সে মৃত স্বপন কিশোর চাকমার ছেলে। খাগড়াছড়ি’র পুলিশ সুপার মো. মজিদ আলী জানান, দীর্ঘদিন ধরে পলাতক ছিল মিঠুন চাকমা। সে অগ্নিসংযোগ ও বিস্ফোরণসহ নানা নাশকতার সাথে সরাসরি জড়িত।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর সমাবেশে যোগদান করতে আসার পথে নেতাকর্মীদের গাড়ি বহরে হামলা ও বাধা দানের ঘটনায় প্রায় ৫ শতাধিক ইউপিডিএফ নেতাকর্মীকে আসামি করে জেলার ৮টি থানায় ১৭টি মামলা দায়ের করে পুলিশ ও হামলায় আহত নেতাকর্মীরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন