রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আন্তর্জাতিক সংবাদ

‘ওর ফাঁসির আগে ডিভোর্স চাই’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২০, ১২:০৩ এএম

ভারতের দিল্লিতে নির্ভয়ার গণধর্ষণ মামলায় মৃত্যুদন্ডদাশে পাওয়া চার আসামির ফাঁসি আগামী ২০ মার্চ কার্যকর হওয়ার কথা রয়েছে। তিহার জেলে ভোর ৫টা ৩০ মিনিটে তাদের ফাঁসি হওয়ার কথা। ফাঁসির দÐপ্রাপ্তরা হলো- মুকেশ সিং, বিনয় কুমার, অক্ষয় সিং ও পবন গুপ্তা। তবে ফাঁসির আগেই এই চারজনের অন্যতম অক্ষয় সিংয়ের স্ত্রী দাবি করেছেন, তার স্বামীর ফাঁসির আগে তাকে ডিভোর্স দিতে হবে। ভারতীয় গণমাধ্যম ‘এই সময়’ জানিয়েছে, বিহারের আওরঙ্গাবাদের একটি স্থানীয় আদালতে এ আবেদন করেছেন অক্ষয় সিং স্ত্রী পুনিতা। নিজের আবেদনে তিনি বলেছেন, একজন বিধবার জীবন নিয়ে তিনি বাঁচতে চান না। তাই ২০ মার্চ তার স্বামীর ফাঁসির আগে তিনি ডিভোর্স চান। আগামী ১৯ মার্চ এই আবেদনের শুনানি হবে বলে জানিয়েছেন আদালত। পুনিতার আইনজীবী মুকেশ কুমার সিং জানিয়েছেন, স্বামী ধর্ষণের মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ডিভোর্স চাওয়ার অধিকার আছে তার স্ত্রীর। হিন্দু বিবাহ আইনের ১৩(২)(ওও) ধারা বলছে– যে কোনো নারী স্বামী যদি ধর্ষণ বা বিকৃতকামে দোষী সাব্যস্ত হয়, তা হলে তার স্ত্রী চাইলে ডিভোর্স পেতে
পারে। টিওআই।

 

 

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন