রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহানগর

সউদী থেকে ফিরলেন আরও ৪০৬ যাত্রী, জ্বর নিয়ে হাসপাতালে ২

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০২০, ১০:১৯ পিএম

ওমরাহ করতে গিয়ে সউদী আরবে আটকে পড়া বাংলাদেশিদের ৪০৬ জন দেশে ফিরেছেন। তাদের মধ্যে দুজনের দেহের তাপমাত্রা বেশি থাকায় হাসপাতালে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেল পৌনে ছয়টায় সউদী এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইটে তারা দেশে ফিরেছেন।

হযরত শাহজালাল আন্তজার্তিক বিমান বন্দরের একজন স্বাস্থ্য কর্মকর্তা জানান, স্বাস্থ্য পরীক্ষায় ওই যাত্রীদের মধ্যে দুইজনের দেহে উচ্চ তাপমাত্রা শনাক্তের পর তাদেরকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যান্যদের হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান এম মফিদুল রহমান বলেন, ফিরে আসা যাত্রীদের অধিকাংশই সউদী আরবে ওমরাহ করতে গিয়েছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন