করোনাভাইরাসের বিষয় বিবেচনা করে আগামী শনিবার কলকাতার হাতিয়াড়া শরীফে অনুষ্ঠিতব্য বার্ষিক ওরস মাহফিল স্থগিত ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধায় কলকাতা সেফাতে হাসনাতি আঞ্জুমান, গাহমারী নগর, হাতিয়াড়া শরীফের সেক্রেটারী পীরজাদা মোহাম্মদ ওয়ালিউর রহমান টেলিফোনে এ তথ্য জানান। উল্লেখ্য, হাতিয়াড়া শরীফের প্রতিষ্ঠাতা ও উপমহাদেশের মহান আধ্যাতিক সাধক হযরত মাওলানা সুফি ফারওহা গাহ্মারী সাহেব ৮৩ বছর পূর্বে হাতিয়া শরীফে বার্ষিক উরস মাহফিল (কোরআন বয়ান মজলিস) চালু করেন। এরপর হাতিয়াড়া শরীফের প্রথম খলিফা পীরে কামেল ও আধ্যাতিক সাধক সুফি হামিদ ফারওহা গাহমারী সাহেব ও বর্তমানে গদ্দিনশীন পীরজাদা পীর সুফি ফজলুর রহমান চৈত্রমাসের প্রথম শনিবার বার্ষিক ওরস মাহফিল জারী রেখেছেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন