শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

চাঁদপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে একজন নিহত

স্টাফ রিপোর্টার, চাঁদপুর থেকে | প্রকাশের সময় : ২১ মার্চ, ২০২০, ১২:১৩ পিএম

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ধানুয়া নামক এলাকায় ট্রাক সিএনজি মুখোমুখি সংঘর্ষে আমজাদ (৪৭) নামে একজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
সিএনজি যাত্রী রহমত আলী, ফরিদ ও চালক রাসেল কবিরাজসহ তিনজন আহত হয়েছেন। তাদেরকে স্থানীয়রা উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

নিহত আমজাদ ফরিদগঞ্জ উপজেলার পশ্চিম গুপ্টি ইউপির খাজুরিয়া গ্রামের আব্দুল হকের ছেলে। ফরিদগঞ্জ থেকে ঢাকায় চিকিৎসা জন্য যাওয়ার উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিলেন।

চাঁদপুর সরকারি হাসপাতালের চিকিৎসক সৈয়দ আহমেদ কাজল বলেন, আমজাদ হোসেনকে আশঙ্কা অবস্থায় ঢাকা নেয়ার পথে মৃত্যু হয়েছে।

চাঁদপুর মডেল থানার ওসি নাসিম উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন