বিদেশফেরত বেপরোয়া ব্যাক্তিদের হোম কোয়ারেন্টিন না মেনে যথেচ্ছ ঘোরাঘুরি থামছেই না। এ ধরনের এক ঘটনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এলাকায় একটি পরিবারের ৬ জনকে তালাবদ্ধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের একটি কলোনীতে তাদের তালাবদ্ধ করে রাখা হয়েছে।
জানা যায়, দুই দিন আগে বিদেশ ফেরত একব্যক্তি হোম কোয়ারেন্টিনে থাকার নির্দেশ থাকলেও তা ফাঁকি দিয়ে যাচ্ছিলেন এখানে সেখানে। তিনি চবি ক্যাম্পাস, স্থানীয় হাটহাজারী উপজেলা ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন জায়গায় অবাধে ঘুরে বেড়াচ্ছিলেন।
স্থানীয় বাসিন্দারা চরম ঝুঁকি ও আতঙ্কিত অবস্থায় প্রশাসনের কাছে তা জানান। এরপরই চবি প্রক্টর, পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মধ্যপ্রাচ্য ফেরত সেই ব্যক্তি এবং তার পরিবারের ৫ জনকে তালাবদ্ধ করে দিয়েছে।
প্রশাসন জানায়, বিদেশফেরত ব্যক্তিটি নিয়মানুযায়ী ১৪ দিন হোম কোয়ারেন্টিন না মেনেই তিনি যত্রতত্র ঘুরে বেড়িয়েছেন। করোনাভাইরাস পরিস্থিতিতেই সবার নিরাপত্তার স্বার্থে সেই পরিবারের ৬ জনকে তালাবদ্ধ করে রাখা হয়েছে। #
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন