মঙ্গলবার, ২১ মে ২০২৪, ০৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ১২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহানগর

জাদুঘরে মৃৎশিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন কাল

প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মৃৎশিল্প বাংলার লোকশিল্পের অনন্য নিদর্শন। আমাদের গৌরব ও ঐতিহ্যের অংশ। বাংলার তামলুক, হরিনারায়ণপুর ও চন্দ্রকেতুগড়ে খৃষ্টপূর্ব তৃতীয় শতকের মৃৎশিল্পের নিদর্শন আবিষ্কৃৃত হয়েছে। লোকায়ত শিল্পকলার ঐতিহ্যকে তুলে ধরার জন্য বাংলাদেশ জাতীয় জাদুঘর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগের ছাত্রদের পোড়ামাটির শিল্পকর্ম এবং বাংলাদেশ জাতীয় জাদুঘরের সংগৃহীত লোকায়ত মৃৎশিল্পকর্মের বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছে। মৃৎশিল্পের বিবর্তনের চিত্র এ প্রদর্শনীর মাধ্যমে অবলোকন করা যাবে। আগামীকাল শুক্রবার বিকাল ৪:০০টায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রী আসদুজ্জামান নূর প্রধান অতিথি হিসেবে জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী প্রদর্শনী গ্যালারিতে আয়োজিত এই মৃৎশিল্প প্রদর্শনীর উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন দেশবরেণ্য শিল্পী রফিকুন নবী।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন