মঙ্গলবার, ২৮ মে ২০২৪, ১৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মহানগর

পথশিশু ও দুস্থদের সাহায্যে বিত্তবানরা এগিয়ে আসুন -গবেষক শামিম রুমি টিটন

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২০, ৯:১৬ পিএম | আপডেট : ৯:৫৩ পিএম, ২৪ মার্চ, ২০২০

মরণঘাতি করোনাভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে গোটা বিশ্ব। এতে বিপর্যস্ত বিশ্ব। যার প্রভাব বাংলাদেশেও পড়েছে। মহামারীর আঘাতে বিপর্যস্ত দেশের অর্থনীতি। দেশের বৃত্তবানরা নিজেদেরকে চালিয়ে নিতে পারলেও করোনার প্রভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে দেশের পথশিশু, দুস্থ ও খেটে খাওয়া মানুষেরা। এসব মানুষের খোঁজ রাখছেনা কেউই। করোনার প্রভাবে কমেছে তাদের আয়। এখন তাদের চিন্তা ঋণের কিস্তি নিয়ে। আর তাই এসব মানুষদের পাশে দাড়ানোর আহবান জানিয়েছেন গবেষক ও পরিবেশবীদ শামিম রুমি টিটন। তিনি এক বিবৃতিতে বলেন, করোনাভাইরাসের প্রভাবে গত কয়েকদিন ধরে যেমন মানুষের চলাফেরা কমে যাওয়ায় ফুটপাতের দোকানগুলো বন্ধ রাখতে হচ্ছে । ফলে এই কদিন কোনো আয় করতে পারেননি দুস্থ অসহায় গরীবেরা। এখন এই সমস্ত দুস্থ মানুষের চিন্তা বেড়েছে কীভাবে সংসার চলবে, আর কীভাবেই বা এনজিওর কিস্তি পাওনা পরিশোধ হবে। সেই চিন্তায় দিন কাটছে দিন আনি দিন খাই গোছের মানুষের। আর তাই দেশের বৃত্তবান ও শিল্প প্রতিষ্ঠানগুলোকে এসব খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।

করোনা থেকে বাঁচতে জনসচেতনতার বিষয়ে গবেষক শামিম রুমি টিটন বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে জনসাধারণকে সতর্ক থাকতে বেশকিছু পরামর্শ দিয়েছে স্বাস্থ্য বিভাগ। এগুলো হলো- ঘরের বাইরে মাস্ক ব্যবহার, গণপরিবহন এড়িয়ে চলা, প্রচুর ফলের রস এবং পর্যাপ্ত পানি পান করা, ঘরে ফিরে সাবান বা হ্যান্ডওয়াশ দিয়ে ভালোভাবে হাত ধোয়া। কিছু খাওয়া কিংবা রান্নার আগে ভালো করে হাত ধুয়ে নিতে হবে, ডিম কিংবা মাংস রান্না করার আগে ভালোভাবে সিদ্ধ করা, ময়লা কাপড় দ্রুত ধুয়ে ফেলা, নিয়মিত ঘর এবং কাজের জায়গা পরিষ্কার রাখা এবং অপ্রয়োজনে ঘরের দরজা-জানালা খুলে না রাখা। এই পরামর্শগুলো যথাযথভাবে পালন করার তাগিদ দেন তিনি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন