বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ভাটা মালিককে এক বছরের জেল

কলাপাড়া(পটুয়াখালী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০২০, ৪:২৯ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় অবৈধ ইট ভাটায় অভিযান চালিয়ে নুরুল আমিন (৬২) নামের এক ভাটা মালিককে আটক করেছে র‌্যাব-৮। সোমবার দুপুর একটার দিকে পরিবেশ অধিদপ্তর ও র‌্যাব-৮ পটুয়াখালীর যৌথ উদ্যোগে নীলগঞ্জ ইউনিয়নের মেসার্স এসডি কে ব্রিকসে এ অভিযান তাকে আটক করা হয়। এসময় বরিশাল পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাসিষ্ট্রেট আবদুল হালিম তাকে এক বছরের কারাদন্ড প্রদান বরেন। আটটকৃত নুরুল আমিন নীলগঞ্জের সুলতানগঞ্জ এলাকার মৃত মোন্তাজ উদ্দিন সিকদারের ছেলে।
পটুয়াখালী র‌্যাবের অতিরিক্ত সুপার রইছ উদ্দিন জানান, দীর্ঘ দিন অনুমোদন বিহীন এ ইট ভাটাটি পরিচালনা করে আসছে নুরুল আমিন। তাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রন আইন ২০১৩ এর চার ধারা মোতাবেক এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন পরিবেশ অধিদপ্তর বরিশাল’র পরিচালক ও নির্বাহী ম্যাসিষ্ট্রেট আবদুল হালিম।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন