শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সমাবেশে রাজপথ-রেলপথ অবরোধের আল্টিমেডাম চিনিকলের ভূমি উদ্ধারের দাবীতে উত্তাল গোবিন্দগঞ্জ

প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

গোবিন্দগঞ্জ উপজেলা সংবাদদাতা : গাইবান্ধার গোবিন্দগঞ্জের একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান রংপুর সুগার মিলের সাহেবগঞ্জ ইক্ষু খামারের সরকারী সম্পত্তি দখল হওয়া জমি উদ্ধারের দাবীতে উত্তাল হয়ে উঠেছে গোবিন্দগঞ্জ। বুধবার দুপুরে চিনিকলের শ্রমিক কর্মচারী ইউনিয়ন, আখচাষী ও সর্বস্তরের জনগণ গোবিন্দগঞ্জ পৌর শহরে বিক্ষোভ মিছিল করেছে। মিছিল শেষে উপজেলা চত্বরে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সভা সভায় বক্তব্য রাখেন মিল এলাকার স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দুল লতিফ প্রধান, চিনিকল শ্রমিক কর্মচারী ইউনিয়নের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান দুলাল, সিডিএ নেতা ফারুক হোসেন প্রমুখ। বক্তারা মঙ্গলবারের নামমাত্র উচ্ছেদ অভিযানের সমালোচনা করে বলেন, এতে মিলের খামারের ব্যাপক ক্ষতি হয়েছে। দখলদাররা দলবদ্ধ হয়ে খামার এলাকায় ব্যাপক ভাঙচুর ও লুটতরাজ চালায়। তারা খামারে কর্মরত কয়েকজন শ্রমিককে বেধম মারপিট করে আহত করে। বক্তারা আরো বলেন, সরকারী এই বিপুল পরিমাণ সম্পত্তি কিছু অসাধু ব্যক্তির চক্রান্তে বেহাত হচ্ছে। তারা স্থানীয় প্রশাসনের নিবরতায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে উচ্ছেদ অভিযান জোরদার করার আহ্বান জানান। অন্যথায় বাংলাদেশের সমস্ত শ্রমিক সংগঠনের সাথে যৌথভাবে রাজপথ রেলপথ অবরোধের বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানান। পরে রংপুর চিনিকলের মালিকানাধীন সাহেবগঞ্জ বাণিজ্যিক খামারের সরকারী জমিতে অবৈধ দখলদারদের উচ্ছেদে মঙ্গলবার পরিচালিত অভিযান কালে পুলিশের প্রশ্নবিদ্ধ ভূমিকা, খামার লুটপাট ও নিরাপত্তা প্রহরীদের অমানবিক নির্যাতনের বিচারের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুপস্থিতিতে তার অফিস সহকারীর নিকট স্মারকলিপি’র কপি হস্তান্তর করা হয়।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন