শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

রাসিকের অভিযান অব্যাহত

প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

রাজশাহী ব্যুরো : রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাদেকুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয় গতকাল। সকালে নগরীতে ভুয়া পদবি ব্যবহার, অবৈধ পোস্টার, ব্যানার ও ফেস্টুন ব্যবহার করায় কয়েকটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। মেডিক্যাল ও ডেন্টাল কাউন্সিল আইন ২০১০-এর ধারা ২৯ মোতাবেক নামের পূর্বে ভুয়া পদবি ব্যবহার করায় সোনাদীঘি মোড়স্থ  রাজশাহী হোমিও ফার্মেসীর সাহেরা বানুকে ৩ হাজার টাকা ও স্থানীয় সরকার (সিটি কর্পোরেশন) আইন-২০০৯ এর ধারা ৯২ ও ৯৩ মোতাবেক অবৈধ পোস্টার, ব্যানার ও ফেস্টুন ব্যবহার করায় কাদিরগঞ্জের ওমেকা কোচিং সেন্টার ৩ হাজার টাকা, সোনাদীঘির মোড় ইউসিসি, ওরাকল কোচিং সেন্টারকে ২ হাজার টাকা, সোনাদীঘির মোড় সানরাইজ কোচিং সেন্টারকে ১ হাজার টাকা, ঘোষপাড়ার রেটিনা কোচিং সেন্টারকে ৫ হাজার টাকা, আমানা হাসপাতালকে ৫ হাজার টাকা, লক্ষিপুর ঝাউতলার মোড়ে নিউরন কোচিং সেন্টারকে ৫ হাজার টাকা এবং লক্ষিপুর মোড়ে ডি-ম্যাটসকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ২৯ হাজার টাকা জরিমানা করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন