শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

নানা অনিয়মের অভিযোগে শাজাহানপুরের ওসি বদলি

প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, বগুড়া থেকে : মাত্র আট মাস চাকরির ব্যবধানে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও নীতি বিরুদ্ধ কর্মকা-ের কারণে বগুড়ার শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেনকে বদলি করা হয়েছে। এ সকল অপরাধ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) এর গোপনে তৈরি এক রিপোর্টের ভিত্তিতে পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে তাকে বদলি করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশের একটি দায়িত্বশীল সূত্র। বদলির আদেশ জেলা পুলিশে পৌঁছার পর গতকাল বুধবার তিনি তার দায়িত্বভার ছেড়ে নবাগত ওসি আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরীর নিকট। বেশ কিছুদিন ধরে তার বিভিন্ন নীতি-বিরুদ্ধ কর্মকা- এবং ক্ষমতার অপব্যবহারের কারণে পেশাজীবীসহ সাধারণ মানুষজন এক রকম জিম্মি অবস্থায় দিনাতিপাত করতে বাধ্য হচ্ছিল। তার ক্ষমতার অপব্যবহার দুর্ব্যবহার শুধু সাধারণ মানুষ নয় সাংবাদিক ও সরকারি বেসরকারি কর্মকর্তা-কর্মচারীকে বারবার নাজেহাল হতে হয়েছে একাধিকবার।
পুলিশ রেগুলেশন আইন ভঙ্গ করে তিনি থানায় নিজস্ব একটা নিয়ম ব্যবস্থা চালু করেছিলেন। সে কারণে শাজাহানপুর থানার সকল কর্মকর্তা ও পুলিশ সদস্যদের সব সময় নাজেহাল অবস্থায় থাকতে হতো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন