শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

উখিয়ায় মাদকাসক্ত ছেলের হামলায় পিতা-মাতাসহ আহত ১০

প্রকাশের সময় : ১৪ জুলাই, ২০১৬, ১২:০০ এএম

উখিয়া উপজেলা সংবাদদাতা : কক্সবাজারের উখিয়ার পালংখালী ইউনিয়নের উখিয়ার ঘাট গ্রামে মাদকাসক্ত ছেলের হামলায় পিতা-মাতা বোন, ভগ্নিপতি, ভাই ও ৪ শিশুসহ কমপক্ষে ১০ জন কমবেশি আহত হওয়ার ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার সন্ধ্যা অনুমান ৬টার দিকে ইউনিয়নের ১ নং ওয়ার্ডের উখিয়ার ঘাট পুরাতন কুলালপাড়ায় মাদক সেবনে বাধা দেয়ায় এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপারে স্থানীয় চেয়ারম্যান, উখিয়া থানা ও উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে এলাকাবাসীর গণস্বাক্ষরযুক্ত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, কুলালপাড়া গ্রামের হাকিম আলীর ছেলে নুর হোছন গত কয়েক বছর ধরে মাদকাসক্ত হয়ে নিজ বসত ঘরে মাদকের আসর বসিয়ে নিয়মিত মাদক সেবন করে আসছিল। এ ঘটনা জানতে পেরে মাদকাসক্ত ছেলে নুর হোছনকে বাবা-মা বারণ করে। এতে ক্ষিপ্ত হয়ে মাদকাসক্ত ছেলেসহ অপরাপর তার সঙ্গীরা তার বয়োবৃদ্ধ পিতা হাকিম আলী, জাহেদ হোছন (৩০), বেড়াতে আসা কন্যা ছমুদা বেগম (২৫), জামাতা ডাঃ আবুল হাসেম (৩২), হাকিম আলী (৬৮), ছলেমা খাতুন (৫০), সরওয়ার কামাল (১৬) ও জিশান, জিহাদ, নিশান ও ওহাব নামের ৪ শিশু সন্তানসহ ১০ জন কম বেশি আহত হয়। আহতদের শোর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা মুহূর্তে ঘটনাস্থল ত্যাগ করে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে স্থানীয় ক্লিনিক ও উখিয়া হাসপাতালে ভর্তি করেছে বলে জানা গেছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন