মহামারি করোনার প্রাদুর্ভাব ঠেকাতে এরই মধ্যে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বন্ধ করে দেয়া হয়েছে আন্তর্জাতিকসহ অভ্যন্তরীণ রুটের বিমান, লঞ্চ, ট্রেন। আজ থেকে বাসও বন্ধ। মাঠে নামানো হয়েছে সেনাবাহিনীকেও। সংক্রমণ ঠেকাতে সরকার থেকে নানা পরামর্শ আর নির্দেশনা জারি করা হলেও মানুষের মধ্যে সচেতনতা আসেনি। মানুষ ঘরে থাকার চেয়ে ছুটির আমেজে ঘুরে বেড়াচ্ছে। গণজমায়েত, আড্ডা এক সাথে ঘোড়াঘুড়ি চলছেই।
এমন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও করোনা আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করতে সারাদেশে সশস্ত্র বাহিনী নামানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। উপক‚লীয় এলাকায় কাজ করবে নৌবাহিনী। জরুরি ওষুধ সরবরাহ ও চিকিৎসা নিশ্চিত করবে বিমান বাহিনী আর শহরগুলোতে সার্বিক নির্দেশনা বাস্তবায়ন করবে সেনাবাহিনী।
নির্দেশনা অনুযায়ী আজ বৃহস্পতিবার থেকে সারাদেশে একসাথে দুজন চলাফেরা করতে পারবে না কেউ। জরুরি কাজ ছাড়া কেউ বাড়ির বাইরে যেতে পারবে না। আর গেলেও তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হবে। এসব নির্দেশনা নিশ্চিত করতে মাঠে আছে সশস্ত্র বাহিনী। একই সাথে সশস্ত্রবাহিনীর সদস্যরা বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করতেও কাজ করছেন।
প্রসঙ্গত, হাইকোর্ট এক পর্যবেক্ষণে গতকাল বুধবার বলেছেন, প্রাণঘাতী ও মারাত্মক সংক্রামক করোনাভাইরাস নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে এ ভাইরাস প্রতিরোধের একমাত্র সমাধান হচ্ছে দেশ লকডাউন করা। এ ভাইরাসকে জাতীয় শত্রু আখ্যা দিয়ে হাইকোর্ট বলেন, করোনা মোকাবিলায় মুক্তিযুদ্ধের সময় দলমত নির্বিশেষে যেমন সকলে একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছিল এখনও সেভাবে ঝাঁপিয়ে পড়তে হবে। প্রধানমন্ত্রী ও তার সরকারের ওপর আস্থা রাখতে হবে। যেসব নির্দেশনা দেবে তা মেনে চলতে হবে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন