আবুল হাসান সোহেল ও নাজমুল হক বাসু, রাজৈর (মাদারীপুর) থেকে : ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের হ্যামিল্টন ব্রিজের গোড়ায় তিন তাসের জুয়া খেলার প্রতিবাদ করাকে কেন্দ্র করে গতকাল বুধবার দুপুরে দুই গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক ব্যক্তি। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে কমপক্ষে ৩০ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় রাস্তার উভয় পাশের্^ দুই শতাধিক যানবাহন আটকা পড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে মাদারীপুর জেলা প্রশাসক মো. কামালউদ্দিন বিশ^াস ও উপজেলা চেয়ারম্যান শাহজাহান খান, রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, রাজৈর পৌর মেয়র শামীম নেওয়াজ মুন্সি টেকেরহাট বন্দরে আসে এবং উভয় পক্ষের সাথে কথা বলে রাস্তার ব্যাড়িকেড তুলে দেয়। ফলে তিন ঘণ্টাব্যাপী আটকাপড়া পুনরায় যানবাহন চলাচল শুরু করে।
জানা গেছে, ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের হ্যামিল্টন ব্রিজের গোড়ায় রাস্তার উপর দীর্ঘ একবছর যাবৎ সংঘবদ্ধ জুয়াড়িরা প্রশাসনের নাকের ডগায় তিন তাসের জুয়া খেলে আসছিল। গতকাল বুধবার দুপুর ১টার দিকে রাজৈর উপজেলার পৌর কমিশনার বাবুল বাঘার ভাই আরিফুর রহমান টিপু বাঘা তিন তাস খেলার প্রতিবাদ করলে সংঘবদ্ধ জুয়ারিরা তাকে বেদম মারপিট করলে সে মারাত্মক আহত হয়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে টিপুর স্বজনরা এসে এর প্রতিবাদ জানায়।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন