শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

কোয়ারেন্টাইনে মালয়েশিয়ার রাজা-রানী, আক্রান্ত প্রাসাদের ৭ কর্মী

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ মার্চ, ২০২০, ৭:৩৫ পিএম

মালয়েশিয়ার বাদশাহ আবদুল্লাহ রিয়াতউদ্দিন বা রানী কুইন আজিজাহ আমিনাহ মাইমুনাহর শরীরে পরীক্ষা করে যদিও করোনাভাইরাসের প্রমাণ মেলেনি, তবু সতর্কতা অবলম্বন করতে তারা নিজেরাই ১৪ দিনের সেল্ফ কোয়ারেন্টাইনে আছেন। -ব্যাংকক পোস্ট, দ্য মেইনিচি

দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ সংক্রমণের উৎস তদন্ত করছে। এরই মধ্যে প্রাসাদটি জীবাণুমুক্ত করা হয়েছে। প্রাসাদে কর্মরত ৭ কর্মী করোনায় আক্রান্ত বলে জানা গেছে।

দেশটিতে এক দিনে নতুন করে ২৩৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ২ হাজার ৩১ জন। এখন পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ২৩ জনের।

জানা যায়, করোনা সংক্রমিতদের অনেকেই কুয়ালালামপুরের পাশে শ্রী পেটালিংয়ের একটি মসজিদে তাবলিগ জামাতে অংশ নিয়েছিলেন। ওই তাবলিগ জামাতে প্রায় ২০ হাজার মানুষ অংশ নিয়েছিলো।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন