উত্তর : ছোট চাদর বা শাল পরে নামাজ তখনই হবে, যখন নামাজের ভেতরে কখনোই তার ঢেকে রাখার উপযোগী অঙ্গসমূহ বের না হয়ে পরে। এমন অঙ্গের এক চতুর্থাংশ কিছু সময় খোলা থাকলে নামাজ ভেঙ্গে যায়। আপনি তালু থেকে কনুই পর্যন্ত দেখা যায় বলেছেন, এতে নামাজ ভেঙ্গে যাবে। এসব অঙ্গ তো কেবল শাড়ি দিয়েও নামাজী মহিলারা ঢাকতে পারেন। শুধু ছোট শালের ওপর নির্ভর করা ঠিক হবে না। নামাজের উপযোগী বড় চাদর কিংবা কোমর পর্যন্ত নেমে আসা হিজাব ব্যবহার করা উত্তম। আর খোলা অংশ অন্য কেউ দেখা জরুরী নয়। একাকী নামাজ পড়ার সময় এসব জায়গা খোলা থাকলেই নামাজ হবে না।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র: জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন