দেশের একসময়ের আলোচিত-সমালোচিত মডেল ও অভিনেত্রী সানাই মাহবুব শোবিজকে বিদায় জানিয়ে ধর্ম-কর্মে মনোযোগী হয়েছেন। মাস দুয়েক আগে এক ব্যাংক কর্মকর্তার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়ে স্বাভাবিক ধর্মীয় জীবনযাপন করছেন। সুখে সংসার করছেন। তবে তার এই জীবনযাপন নিয়েও প্রতিনিয়ত একশ্রেণীর মানুষের ট্রলের শিকার হচ্ছেন। তার ধর্মীয় জীবন নিয়ে কটাক্ষের শিকার হচ্ছেন। এতে সানাই বিরক্ত হয়ে তার ফেসবুকে তাদের উদ্দেশ্যে এক স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, ‘আসসালামুআলাইকুম’। এই পোস্টটি তাদের উদ্দেশ্যে যাদের সকাল টু বিকেল শুরু হয় সানাই কি করল, স্বামীর সঙ্গে কোথায় থাকে, কোন এলাকায় থাকে, সানাই নামাজ পড়ল কিনা। ভাই, আপনারা নামাজ পড়েন তো? আমাকে নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? আর সবচেয়ে বড় কথা, নিজের সময় আরেকজনের পেছনে অপচয় করছেন কেন? তিনি লিখেন, আমার হিসাব আমি দেব, আপনাদের হিসাব আপনারা দেবেন। সবকিছুর একটা লিমিট আছে, ভাই। আমাকে নিয়ে আপনাদের এত কৌতুহল কেন? কি সমস্যা? আপনারা কি কেউ আমার হিসাব দেবেন? আর একজনকে নিয়ে আপনাদের এত মাথাব্যথা কেন? যারা অন্যজন নামাজ পড়লো কিনা, এগুলো নিয়ে মাথা ঘামায়, আমি হলফ করে বলতে পারব, তাদের ৬০% ঠিকমতো নামাজ পড়ে না। নামাজ তো আল্লাহর জন্য পড়তে হয়, তাহলে এই নামাজের হিসাব আমি মানুষকে দেবো কেন? কথাগুলো একটু ভেবে দেখবেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন