গোঁটা পৃথিবী যখন মহামারী পীড়িত তখন আলোকচিত্রিরা ঘরে বসে নেই, নেমে যান ক্যামেরা হাতে। আর তাঁদের তোলা গত একমাসের কিছু অসাধারণ ছবি ইনকিলাব পাঠকদের জন্যে সংকলন করেছেন সৈয়দ গালিব।
উপরের ছবিটি নিউইয়র্ক সিটি ম্যানহাটনে ১৮ মার্চ, করোনা ভাইরাস প্রাদুর্ভাব অব্যাহত থাকায় শূন্য টাইমস স্কোয়ারে নৃত্যরত অবস্থায় অভিনয় ও ব্যালে নৃত্যশিল্পী অ্যাশলি মন্টিগু। মাস্ক পরে ক্যামেরার সামনে পোজ দেন তিনি।
ক্যাসালপালকো হাসপাতালের একটি নিবিড় পরিচর্যা ইউনিটে কোভিড -১৯-এ আক্রান্ত রোগীর শেষ কথা শুনছেন একজন স্বাস্থ্য কর্মী। এটি ২৪ শে মার্চ রোম, ইটালি থেকে তোলা।
সার্বিয়ার বেলগ্রেডে করোনাভাইরাসের হালকা লক্ষণ ভোগা লোকদের থাকার জন্য সার্বিয়ার সামরিক বাহিনী বেলগ্রেড মেলার হলের ভিতরে বিছানা স্থাপন করেছে, ছবিটি ২৪শে মার্চের।
দেশব্যাপী করোনভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে ডানা এবং তার পুত্র জ্যাকব অ্যাভিরি তাদের গাড়ি থেকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। মিশন, ওয়েস্ট ব্লমফিল্ড টাউনশিপ, মিশিগান যুক্তরাষ্ট্র ২৪ শে মার্চ।
২৫ শে মার্চ। ভারতের নয়াদিল্লিতে করোনা ভাইরাসের বিস্তারকে সীমাবদ্ধ করার জন্য ভারত ২১ দিনের দেশব্যাপী লকডাউনের আদেশ দেয়। পুলিশ কর্মকর্তারা নিয়ম ভাঙায় একজন ব্যক্তিকে লাঠিপেটা করছে।
করোনাভাইরাসে নিহতদের কফিনগুলি সারিবদ্ধভাবে সাজানো। ২৫শে মার্চ ইতালির আলেসান্দ্রিয়া-এর সের্রাভালের স্ক্রিভিয়ার গির্জায় ছবিটি তোলা। ইটালিতে করোনভাইরাস ইতোমধ্যে যে কোনও দেশের চেয়ে বেশি প্রায় ৮০০০ মানুষের জীবন কেড়ে নিয়েছে।
চীনের হুবেই প্রদেশের উহানের শিশু হাসপাতালের একটি ওয়ার্ডে এক নার্স কোভিড -19-এ আক্রান্ত একটি শিশুকে নিয়ে বসে আছেন।
গত ২১শে মার্চ ব্রাজিলের কুরিটিবা সান্টারিও দে নোসা গির্জার বেঞ্চে ভক্তদের ছবি লাগিয়ে দেন ক্যাথলিক যাজক রেজিনালদো মঞ্জোটি। টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় প্রার্থনার অনুষ্ঠানটি।
সার্বিয়ার বেলগ্রেডে করোনাভাইরাস বিস্তার রোধে কারফিউ চলাকালীন একজন কর্মচারী একটি অফিস ভবনের ভিতরে বসে, ছবিটি গত ২৩শে মার্চ তোলা।
ইটালির সান ফিওরানোতে ছোট্ট বিয়ানকা টোনিওলো( ২) তার বাবা মারজিও টোনিওলো (৩৫) এর পায়ের নখ আঁকছেন, যখন তাঁর মা চিয়ারা জুদ্দাস বারান্দা দিয়ে বাইরে দেখছিলেন। তার পরিবার ফেব্রুয়ারিতে হোম আইসলেশন শুরু করার পর থেকেই তাদের ভিডিও ডকুমেন্টারি তৈরির কাজ করছেন। ২৬শে মার্চের ছবি এটি।
২০ শে মার্চ, বলিভিয়ার লা পাজের এল আল্টো উপকণ্ঠে রয়টার্সের সাক্ষাত্কারে বলিভিয়ার যৌনকর্মীরা বসেছিলেন ,তারা তাদের ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ জীবন-যাপন আরও ঝুঁকির মধ্যে রয়েছে তার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেন।
২০ শে মার্চ, থাইল্যান্ডের ব্যাংককে করোনা ভাইরাসের উদ্বেগের মধ্যে একটি ক্যাফে সামাজিক দূরত্ব নীতি গ্রহণ করার পরে, দড়ি টানা কার্টে একজন লোককে কফি পেতে দেখা যাচ্ছে।
জাপানের টোকিওর ইউনো পার্কে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরে মুখোশ পরা দর্শনার্থীরা। সপ্তাহান্তে রৌদ্রোজ্জ্বল তিন দিনের ছুটিতে, টোকিওতে ঐতিহ্যবাহী বসন্ত "হানামি" চেরি-পুষ্প দেখার জন্য পিকনিক নিষিদ্ধ হওয়া সত্ত্বেও টোকিওর বাসিন্দারা ভিড় জমান। ২২শে মার্চের ছবিটি।
২৪ শে মার্চ, চীনের জিয়াংসু প্রদেশের নানজিংয়ের একটি পার্কে, করোনাভাইরাস প্রতিরোধে লোকেরা একটি তাঁবুর ভিতরে খাবার উপভোগ করছে ।
ব্রিটেনের নিউক্যাসল-আন্ডার-লিমে, ছোট্ট জ্যাক “মা” দিবসে ভেরা বার্নেটকে জানালা দিয়ে দেখছে, করোনার কারনে ঘরে ঢোকা বারন। ২২শে মার্চ ২০২০
করোনাভাইরাসের কারণে লকডাউনের আওতাধীন একটি অঞ্চলে নির্জন রাস্তায় জয় মালোনির কন্যা এবং ভাগ্নে তার বাড়ির জানালা দিয়ে বাইরে দেখছেন। নিউইয়র্ক ২০শে মার্চ।
ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসের কারণে বাড়িতে থাকার আদেশ জারি করার পরে প্রশান্ত মহাসাগরের সান্টা মনিকা পিয়ার এবং সৈকতগুলি খালি রয়েছে । ছবিটি ২০শে মার্চে তোলা।
তিন বছর বয়সী অ্যালেনা গান্দেমা, যে হাম সংক্রমণে জটিলতায় ভুগছে। মা গণোয়া আলফার সাথে উত্তর কঙ্গোর মোঙ্গালা প্রদেশের বোসো-মঞ্জি হাসপাতালের ওয়ার্ডে দুপুরের খাবার খাওার সময় ক্যামেরা বন্দী হয়। প্রতিরোধযোগ্য তবে অত্যন্ত সংক্রামক রোগ এই হাম ২০১৯ সালের জানুয়ারী থেকে কঙ্গোর প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। সরকারী পরিসংখ্যান অনুসারে প্রায় ৬৪০০ মানুষ মারা গিয়েছেন এই রোগে, স্বাস্থ্যসেবা কর্মীরা অবশ্য বলেছেন যে রিপোর্টের হার কম হওয়ায় এই সংখ্যা প্রকৃতপক্ষে সম্ভবত অনেক বেশি।
গত ২৫শে মার্চের ছবি এটি। আফগানিস্তানের কাবুলে হামলার পরে তাঁদের ধর্মীয় কমপ্লেক্সের ভিতরে ক্ষতিগ্রস্থ জানালার দিকে তাকিয়ে একজন আফগান শিখ। সরকার জানিয়েছে, বন্দুকধারী আত্মঘাতী বোমা হামলাকারীরা আফগান রাজধানীতে শিখ ধর্মীয় কমপ্লেক্সে এই হামলা চালায়। নিরাপত্তা বাহিনী হামলাকারীদের সবাইকে মেরে ফেলার আগেই ২৫ জনকে হত্যা করেছিল সন্ত্রাসীরা। ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী একটি বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করে বলেছে যে এটি কাশ্মীরের মুসলমানদের প্রতি ভারতের আচরণের প্রতিশোধ এবং আরও হামলার হুমকিও দিয়েছে তারা।
স্প্যানিশ গায়িকা বিয়াতিরিজ বেরোদিয়া "বেট্টা” প্রতিদিন সন্ধ্যায় স্বাস্থ্যকর্মীদের সমর্থন এবং তার প্রতিবেশীদের করোনাভাইরাস লকডাউন সহ্য করা সহজ করার জন্য তাঁর বারান্দা থেকে গান করছেন, স্পেনের মাদ্রিদে ১৯শে মার্চে ছবিটি তোলা।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন