শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

গত একমাসের কিছু অসাধারণ ছবি

দাগ কেটে যায় মনে

সৈয়দ গালিব | প্রকাশের সময় : ২৮ মার্চ, ২০২০, ১:৩১ এএম | আপডেট : ৩:১১ পিএম, ২৮ মার্চ, ২০২০

 

গোঁটা পৃথিবী যখন মহামারী পীড়িত তখন আলোকচিত্রিরা ঘরে বসে নেই, নেমে যান ক্যামেরা হাতে। আর তাঁদের তোলা গত একমাসের কিছু অসাধারণ ছবি ইনকিলাব পাঠকদের জন্যে সংকলন করেছেন সৈয়দ গালিব। 

 

উপরের ছবিটি নিউইয়র্ক সিটি ম্যানহাটনে ১৮ মার্চ, করোনা ভাইরাস প্রাদুর্ভাব অব্যাহত থাকায় শূন্য টাইমস স্কোয়ারে নৃত্যরত অবস্থায় অভিনয় ও ব্যালে নৃত্যশিল্পী অ্যাশলি মন্টিগু। মাস্ক পরে ক্যামেরার সামনে পোজ দেন তিনি।

 

ক্যাসালপালকো হাসপাতালের একটি নিবিড় পরিচর্যা ইউনিটে কোভিড -১৯-এ আক্রান্ত রোগীর শেষ কথা শুনছেন একজন স্বাস্থ্য কর্মী। এটি ২৪ শে মার্চ রোম, ইটালি থেকে তোলা।

 

সার্বিয়ার বেলগ্রেডে করোনাভাইরাসের হালকা লক্ষণ ভোগা লোকদের থাকার জন্য সার্বিয়ার সামরিক বাহিনী বেলগ্রেড মেলার হলের ভিতরে বিছানা স্থাপন করেছে, ছবিটি ২৪শে মার্চের।

 দেশব্যাপী করোনভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে ডানা এবং তার পুত্র জ্যাকব অ্যাভিরি তাদের গাড়ি থেকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন। মিশন, ওয়েস্ট ব্লমফিল্ড টাউনশিপ, মিশিগান যুক্তরাষ্ট্র ২৪ শে মার্চ।

 

২৫ শে মার্চ। ভারতের নয়াদিল্লিতে করোনা ভাইরাসের বিস্তারকে সীমাবদ্ধ করার জন্য ভারত ২১ দিনের দেশব্যাপী লকডাউনের আদেশ দেয়। পুলিশ কর্মকর্তারা নিয়ম ভাঙায় একজন ব্যক্তিকে লাঠিপেটা করছে।

 

করোনাভাইরাসে নিহতদের কফিনগুলি সারিবদ্ধভাবে সাজানো। ২৫শে মার্চ ইতালির আলেসান্দ্রিয়া-এর সের্রাভালের স্ক্রিভিয়ার গির্জায় ছবিটি তোলা। ইটালিতে করোনভাইরাস ইতোমধ্যে যে কোনও দেশের চেয়ে বেশি প্রায় ৮০০০ মানুষের জীবন কেড়ে নিয়েছে।

 

চীনের হুবেই প্রদেশের উহানের শিশু হাসপাতালের একটি ওয়ার্ডে  এক নার্স কোভিড -19-এ আক্রান্ত একটি শিশুকে নিয়ে বসে আছেন।

 

গত ২১শে মার্চ ব্রাজিলের কুরিটিবা সান্টারিও দে নোসা গির্জার বেঞ্চে ভক্তদের ছবি লাগিয়ে দেন ক্যাথলিক যাজক রেজিনালদো মঞ্জোটি। টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয় প্রার্থনার অনুষ্ঠানটি।

 

সার্বিয়ার বেলগ্রেডে করোনাভাইরাস বিস্তার রোধে কারফিউ চলাকালীন একজন কর্মচারী একটি অফিস ভবনের ভিতরে বসে, ছবিটি গত ২৩শে মার্চ তোলা।

 

 ইটালির সান ফিওরানোতে ছোট্ট বিয়ানকা টোনিওলো( ২) তার বাবা মারজিও টোনিওলো (৩৫) এর পায়ের নখ আঁকছেন, যখন তাঁর মা চিয়ারা জুদ্দাস বারান্দা দিয়ে বাইরে দেখছিলেন। তার পরিবার ফেব্রুয়ারিতে হোম আইসলেশন শুরু করার পর থেকেই তাদের ভিডিও ডকুমেন্টারি তৈরির কাজ করছেন। ২৬শে মার্চের ছবি এটি।

 

২০ শে মার্চ, বলিভিয়ার লা পাজের এল আল্টো উপকণ্ঠে রয়টার্সের সাক্ষাত্কারে বলিভিয়ার যৌনকর্মীরা বসেছিলেন ,তারা তাদের ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ জীবন-যাপন আরও ঝুঁকির মধ্যে রয়েছে তার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করেন।

 

২০ শে মার্চ, থাইল্যান্ডের ব্যাংককে করোনা ভাইরাসের উদ্বেগের মধ্যে একটি ক্যাফে সামাজিক দূরত্ব নীতি গ্রহণ করার পরে,  দড়ি টানা কার্টে একজন লোককে কফি পেতে দেখা যাচ্ছে।

 

জাপানের টোকিওর ইউনো পার্কে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পরে মুখোশ পরা দর্শনার্থীরা। সপ্তাহান্তে রৌদ্রোজ্জ্বল তিন দিনের ছুটিতে, টোকিওতে ঐতিহ্যবাহী বসন্ত "হানামি" চেরি-পুষ্প দেখার জন্য পিকনিক নিষিদ্ধ হওয়া সত্ত্বেও টোকিওর বাসিন্দারা ভিড় জমান। ২২শে মার্চের ছবিটি।

 

২৪ শে মার্চ, চীনের জিয়াংসু প্রদেশের নানজিংয়ের একটি পার্কে, করোনাভাইরাস প্রতিরোধে লোকেরা একটি তাঁবুর ভিতরে খাবার উপভোগ করছে ।

 

ব্রিটেনের নিউক্যাসল-আন্ডার-লিমে, ছোট্ট জ্যাক “মা” দিবসে ভেরা বার্নেটকে জানালা দিয়ে দেখছে, করোনার কারনে ঘরে ঢোকা বারন।  ২২শে মার্চ ২০২০

 

করোনাভাইরাসের  কারণে লকডাউনের আওতাধীন একটি অঞ্চলে  নির্জন রাস্তায় জয় মালোনির কন্যা এবং ভাগ্নে তার বাড়ির জানালা দিয়ে বাইরে দেখছেন। নিউইয়র্ক ২০শে মার্চ।

ক্যালিফোর্নিয়ায় করোনাভাইরাসের কারণে বাড়িতে থাকার আদেশ জারি করার পরে প্রশান্ত মহাসাগরের সান্টা মনিকা পিয়ার এবং সৈকতগুলি খালি রয়েছে । ছবিটি ২০শে মার্চে তোলা।

 

তিন বছর বয়সী অ্যালেনা গান্দেমা, যে হাম সংক্রমণে জটিলতায় ভুগছে। মা গণোয়া আলফার সাথে উত্তর কঙ্গোর মোঙ্গালা প্রদেশের বোসো-মঞ্জি হাসপাতালের ওয়ার্ডে দুপুরের খাবার খাওার সময় ক্যামেরা বন্দী হয়। প্রতিরোধযোগ্য তবে অত্যন্ত সংক্রামক রোগ এই হাম ২০১৯ সালের জানুয়ারী থেকে কঙ্গোর প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ে। সরকারী পরিসংখ্যান অনুসারে প্রায় ৬৪০০ মানুষ মারা গিয়েছেন এই রোগে, স্বাস্থ্যসেবা কর্মীরা অবশ্য বলেছেন যে রিপোর্টের হার  কম হওয়ায় এই সংখ্যা প্রকৃতপক্ষে সম্ভবত অনেক বেশি।

 

গত ২৫শে মার্চের ছবি এটি। আফগানিস্তানের কাবুলে হামলার পরে তাঁদের ধর্মীয় কমপ্লেক্সের ভিতরে ক্ষতিগ্রস্থ জানালার দিকে তাকিয়ে একজন আফগান শিখ। সরকার জানিয়েছে, বন্দুকধারী আত্মঘাতী বোমা হামলাকারীরা আফগান রাজধানীতে শিখ ধর্মীয় কমপ্লেক্সে এই হামলা চালায়। নিরাপত্তা বাহিনী হামলাকারীদের সবাইকে মেরে ফেলার আগেই ২৫ জনকে হত্যা করেছিল সন্ত্রাসীরা। ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী একটি বিবৃতিতে এই হামলার দায় স্বীকার করে বলেছে যে এটি কাশ্মীরের মুসলমানদের প্রতি ভারতের আচরণের প্রতিশোধ এবং আরও হামলার হুমকিও দিয়েছে তারা।

 

স্প্যানিশ গায়িকা বিয়াতিরিজ বেরোদিয়া "বেট্টা” প্রতিদিন সন্ধ্যায় স্বাস্থ্যকর্মীদের সমর্থন এবং তার প্রতিবেশীদের করোনাভাইরাস লকডাউন সহ্য করা সহজ করার জন্য তাঁর বারান্দা থেকে গান করছেন, স্পেনের মাদ্রিদে ১৯শে মার্চে ছবিটি তোলা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (25)
নাজিম উদ্দিন ২৮ মার্চ, ২০২০, ৩:৫৯ পিএম says : 0
ছবিগুলো দেখে সত্যি মনে দাগ কেটে যায়।
Total Reply(0)
সফিক আহমেদ ২৮ মার্চ, ২০২০, ৩:৫৯ পিএম says : 0
আল্লাহ তুমি সারাবিশ্বের মানুষকে এই করোনা ভাইরাস থেকে হেফাজত করো।
Total Reply(0)
তুষার আহমেদ ২৮ মার্চ, ২০২০, ৪:০০ পিএম says : 0
কিছু ছবি আছে যেগুলো দেখলে চোখে পানি চলে আসে
Total Reply(0)
বুলবুল আহমেদ ২৮ মার্চ, ২০২০, ৪:০১ পিএম says : 0
অসাধারণ একটি ছবি কালেকশন
Total Reply(0)
মনিরুল ইসলাম ২৮ মার্চ, ২০২০, ৪:০৩ পিএম says : 0
আল্লাহ তায়ালার খাস সাহায্য ছাড়া এই বিপদ থেকে মুক্তি পাওয়া সম্ভব না। তাই আমাদের সকলের উচিত তার কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থণা করা এবং তার ইবাদত করা।
Total Reply(0)
আবদুল কাদের ২৮ মার্চ, ২০২০, ৪:০৪ পিএম says : 0
হৃদয়বিধারক এই ছবিগুলোর প্রকাশ করায় দৈনিক ইনকিলাব ও সৈয়দ গালিব সাহেবকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি
Total Reply(0)
নাবিল ২৮ মার্চ, ২০২০, ৪:০৮ পিএম says : 0
গত একমাসের এই অসাধারণ ছবিগুলো হৃদয়ের গভীরে নাড়া দিয়েছে............
Total Reply(0)
কামরুজ্জামান ২৮ মার্চ, ২০২০, ৪:১১ পিএম says : 0
চোখের জল, লাশ, মুমূর্ষ রোগীর আর্তনাদ আর অসহায় মানুষের বুক ফাটা কান্নায় ভারী হয়ে উঠেছে পুরো বিশ্বের আকাশ-বাতাস।
Total Reply(0)
জান্নাতুল নাঈম মনি ২৮ মার্চ, ২০২০, ৪:১১ পিএম says : 0
ইয়া আল্লাহ তুমিই একমাত্র হেফাজতকারী। তুমি সবাইকে রক্ষা করো।
Total Reply(0)
Afsy ২৮ মার্চ, ২০২০, ৪:৫১ পিএম says : 0
মনে দাগ লাগার মত ছবি, দৈনিক ইনকিলাব ও সৈয়দ গালিব সাহেবকে অসংখ্য ধন্যবাদ ।
Total Reply(0)
মিজানুর রহমান তোতা ২৮ মার্চ, ২০২০, ৮:০৮ পিএম says : 0
ভয়াবহ দুর্যোগেও পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট ফটো সাংবাদিকরা। অসাধারণ ছবি কালেকশনের জন্য গালিব ভাইকে ধন্যবাদ।
Total Reply(0)
মিজানুর রহমান তোতা ২৮ মার্চ, ২০২০, ৮:০৮ পিএম says : 0
ভয়াবহ দুর্যোগেও পেশাগত দায়িত্ব পালনে সচেষ্ট ফটো সাংবাদিকরা। অসাধারণ ছবি কালেকশনের জন্য গালিব ভাইকে ধন্যবাদ।
Total Reply(0)
Shahriar Tarique ২৮ মার্চ, ২০২০, ৮:৩১ পিএম says : 0
স‌ত্যিই অ‌নেক বড় মহৎ কাজ স্যালুট আপনা‌দের !
Total Reply(0)
Raju Ahmed ২৮ মার্চ, ২০২০, ৮:৩১ পিএম says : 0
মানুষ মানুষের জন্য চিরদিন তো কেউ বেচে থাকবে না।আসুন আমরা যার যতটুকু সামর্থ‍্য আছে চেষ্টা করি সবাইর জন্য কিছু করার।করোনা ভাইরাস একটা ছোচ্ছাচ্ছে হে আল্লাহ্ এই রোগ থেকে আমাদের পরিত্রান দাও।
Total Reply(0)
MD Habib Airin Emon ২৮ মার্চ, ২০২০, ৮:৩২ পিএম says : 0
তারা আছে বলেই পৃথিবী আজও সুন্দর
Total Reply(0)
Md Salekul Islam ২৮ মার্চ, ২০২০, ৮:৩২ পিএম says : 0
আল্লাহপাকের কাছে ইনাদের জন্য দোয়া রইলো। বেঁচে থাক মানবতা।
Total Reply(0)
Khondaker Disha ২৮ মার্চ, ২০২০, ৮:৫১ পিএম says : 0
অনেক সময় নিয়ে দেখলাম প্রতিটা ছবি,সত্যি অসাধারণ,
Total Reply(0)
Dipa Banerjee Bips ২৮ মার্চ, ২০২০, ৮:৫২ পিএম says : 0
Amazing
Total Reply(0)
Tabassum Jannat ২৮ মার্চ, ২০২০, ৮:৫২ পিএম says : 0
ছবি গুলো অনেক সুন্দর ছিল..
Total Reply(0)
নির ঘুম রাত ২৮ মার্চ, ২০২০, ৮:৫২ পিএম says : 0
অসাধারণ বললেও কম বলাহবে অসাধারণরনের থেকও অসাধারণ..
Total Reply(0)
Miftahul Jannat Rima ২৮ মার্চ, ২০২০, ৮:৫২ পিএম says : 0
সত্যি অসাধারণ কি দারুন শিল্পকলা
Total Reply(0)
Md Ayes Bin Jayed ২৮ মার্চ, ২০২০, ৮:৫৩ পিএম says : 0
আসলে না দেখলে বুঝতাম না, এই রকম ও সম্ভব
Total Reply(0)
Tishwa Rkmv ২৮ মার্চ, ২০২০, ৮:৫৩ পিএম says : 0
অসাধারণ ক্যামেরার হাত। জীবন্ত যেন 3D
Total Reply(0)
Ranjan Chatterjee ২৮ মার্চ, ২০২০, ৮:৫৪ পিএম says : 0
Photography-ta really darun.
Total Reply(0)
Prasun Kumar Sen ২৮ মার্চ, ২০২০, ৮:৫৫ পিএম says : 0
Thanks all of them who take these pics, we are proud for their's creativity
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন