ঢাকা জেলার সাভারের আমিনবাজারে তুরাগ নদীর তীর থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার সকাল ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ।
এর আগে শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় কাউন্দিয়া এলাকার তুরাগ নদীর তীর থেকে লাশটি উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) প্রাণ কৃষ্ণ জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে তুরাগ নদী থেকে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে পচন ধরায় তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ময়নাতদন্তের জন্য লাশ রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাভার মডেল একটি মামলা দায়ের করা হয়েছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন